বামাখ্যাপা

‘বামাচার’-এর আভিধানিক অর্থ বৈদিক আচারের থেকে পৃথক এক ব্যতিক্রমী তন্ত্রসাধনা। আর খ্যাপামি অর্থে যা বোঝায়— যে কোনও বিষয়ে নিবিড়, অস্বাভাবিক, উন্মত্ত, নিরবচ্ছিন্ন অভিনিবেশ। বাংলার শক্তিসাধনার ইতিহাসে এক বিচিত্র বর্ণময় চরিত্র হলেন সাধক বামাখ্যাপা। সাধারণত অমাবস্যার নির্জন রাতে শ্মশানের নির্জনতায় সাধারণ মানুষ ভয় পান, কিন্তু মহাসাধক ঠিক সেই জায়গাটিকেই বেছে নেন তাঁর সাধনক্ষেত্র রূপে।

মহাপ্রলয়ঙ্করী, শ্মশানচারিণী, শক্তিরূপিণী, জগন্ময়ীর অধিষ্ঠান যে স্থানে, খ্যাপা ছেলের কাছে সেটাই তো মাতৃক্রোড়। তারাপীঠ সন্নিকটস্থ আটলা গ্রামে পরিজন ছেড়ে, প্রপঞ্চময় জগৎসংসার ভুলে শ্বাপদসঙ্কুল ও দ্বারকাতীরবর্তী পূণ্যভূমে শুরু হয় তাঁর সাধনা। সাধারণ সংসারীর কাছে তাই তো তিনি খ্যাপা।

ব্রাহ্মমুহূর্তে, গুরুগম্ভীর বৈদিক মন্ত্রচ্চারণে ঈশ্বরের আবাহন নয়, ঘোর তমসাচ্ছন্ন অমানিশায় মহাকালবক্ষে দণ্ডায়মান মহাকালীর সঙ্গে একাকার হয়ে যাওয়া— খ্যাপামিই বটে। কিন্তু এ মার্গ সাধারণ মানুষের কাছে অজানিত, গূঢ় কুহেলিকাবৃত এক চর্চার বিষয়। তাই নিভৃতচারী এই মহাভক্ত সাধারণের চোখে খ্যাপা— বামাখ্যাপা।

লেখাটি পাঠিয়েছেন: অরিন্দম ধাড়া

বাসুদেবপুর, বানীপুর, হাওড়া

এমন আর কোন কোন চরিত্র আছে যাদের নামের অর্থ থেকেই মালুম হয় তাদের কীর্তিকলাপ এবং বৈশিষ্ট্য? আপনাদের এ রকম আরও চরিত্র মাথায় এলে নিশ্চয়ই হাত নেড়ে আপনার নাম এবং ঠিকানা সহ লিখে জানাবেন সঙ্গের এই ই-মেল ঠিকানায়:

[email protected]

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-02T15:26:09Z dg43tfdfdgfd