বারের সামনে তুমুল চুলোচুলি মহিলাদের, কারণটা কী?

বারের সামনে মারামারি করছেন কয়েকজন মহিলা। রাস্তায় দাঁড়িয়ে চুলোচুলি করছেন তাঁরা। এই রকম একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটা হয় ঢাকার গুলশান এলাকায়। কিন্তু কেন এইভাবে রাস্তায় মারামারি করেন তাঁরা?

অতিরিক্ত মদ্যপান ঢাকার পুলিশ জানিয়েছে, ওই মারামারির ঘটনা ঘটে গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে। মহিলাদের মধ্যে চুলোচুলি এবং মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ওই মহিলাদের মদ্যপান করার লাইসেন্স ছিল না।

তিনি বলেন, 'তারা সেই বারে অবৈধভাবে অতিরিক্ত মদপান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান। তাদের কাছে মদ বিক্রি করায় ওই বারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।' পুলিশ জানিয়েছে, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শারমিন আক্তার মিম, ফাহিমা ইসলাম তুরিন এবং নুসরাত আফরিন নামের তিনজন যুবতীকে। নববর্ষের রাতে তাঁরা গুলশান এলাকার ওই বারে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেন।

অভিযোগ বারের বিরুদ্ধেওবাংলাদেশে মদ্যপান করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেখানের বাসিন্দাদের মদ্যপান করতে হলে আগে থেকে লাইসেন্স নিতে হয়। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, 'ঢাকায় বাস করতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। মদ খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হয়। যেকোনও নারী-পুরুষ লাইসেন্স থাকলেই মদ্য পান করতে পারে। তবে পয়লা বৈশাখের রাতে গুলশান এলাকায় যারা মদ পান করেছেন, তাদের কারোর লাইসেন্স ছিল না। আর সেই লাইসেন্সহীন মহিলাদের কাছে বার কর্তৃপক্ষ অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে।' এর ফলেই তাঁরা বেসামাল হয়ে যান।

ব্যবস্থা বারের বিরুদ্ধেও পুলিশের আধিকারিক বলেন, 'ওই বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল বার কর্তৃপক্ষের। কিন্তু তা তারা করেনি। উপরন্তু ওই মহিলারা রাস্তায় গিয়ে প্রকাশ্যে মারামারি করেছেন।' এর ফলে দেশের মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে বলেও মনে করেন তিনি। ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, 'যে বারগুলো লাইসেন্স ছাড়া মদ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।'

মহিলার দাবি

এই ঘটনায় রিতা আক্তার সুস্মি নামের এক ভুক্তভোগী মহিলা একটি অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রিতা জানান, তিনি এবং তার এক বন্ধু রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন। সেই সময়ে চারজন মহিলা একসঙ্গে শৌচালয়ে প্রবেশ করছিলেন। তিনি ম্যানেজারকে সেটা বললে তাদের সেখান থেকে বার করে দেন। তিনি বলেন, 'আমি রেস্তেরাঁ থেকে বের হওয়ার সময় তারা আমার ওপর হামলা করে।'

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-17T13:17:33Z dg43tfdfdgfd