'বাংলা বিরোধীদের আসল চেহারা প্রকাশ পেয়েছে', সন্দেশখালির ভিডিয়ো নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার

সন্দেশখালির ঘটনা 'বিজেপির চক্রান্ত', শনিবার একটি ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে এমনটাই দাবি করেছে তৃণমূল। আর সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

'বাংলা বিরোধী'দের নিশানা

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমি বহুদিন ধরেই বলেছিলাম যে বিজেপি সন্দেশখালির ঘটনা ঘটিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। স্টিং অপারেশনে বাংলা-বিরোধীদের আসল চেহারা প্রকাশ পেয়েছে, কারণ তারা আমার মা-বোনদের আবেগকে চালনা করার চেষ্টা করেছিল। ১৩ মে রানাঘাটের জনগণ নিশ্চিত করবে যে বাংলা-বিরোধীদের বাংলা থেকে উচ্ছেদ করা হবে!'

কী দেখা গিয়েছে ভিডিয়োতে?

প্রসঙ্গত, শনিবার একটি ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির 'ধর্ষণের অভিযোগ সাজানো'। যদিও ভাইরাল হওয়া সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভিডিয়োতে ওই গঙ্গাধর কয়াল আরও দাবি করেছেন, পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। 'খালি হাতে নয়', টাকা এবং মদের বিনিময়ে সমস্ত ঘটনা ঘটানো হয়েছে বলে ভিডিয়ো-তে দাবি করতে শোনা গিয়েছে তাঁকে।

বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্মশিবিরকে কার্যত চ্যালঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'গঙ্গাধর কয়ালকে হিম্মত থাকলে সাসপেন্ড করুন।' এমনকী লোকসভা নির্বাচনে বিজেপির ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'বাংলায় আপনারা (বিজেপি) বলছিলেন ৩০টা আসন পাবেন। বাংলাকে ছোট করে আপনারা ৩০টা আসন পাবেন? যে পরিণতি আপনাদের ২১ সালে হয়েছিল, এবার তার চেয়েও খারাপ পরিণতি হবে।'

পালটা অভিষেককে নিশানা গঙ্গাধরের

যদিও যাঁর বক্তব্য ঘিরে এত ঘটনা, সেই গঙ্গাধর কয়াল অবশ্য ভাইরাল ভিডিয়োটিকে পুরোপুরি 'চক্রান্ত' বলেই দাবি করেছেন। এই বিষয়ে গঙ্গাধরের সাফ কথা, 'ভিডিয়োটি চক্রান্ত, আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি।' গঙ্গাধর কয়াল আরও বলেন, 'এআই-কে কাজে লাগিয়ে আমার মুখ এবং গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা করা হয়েছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কাজে লাগিয়েই এমনটা করেছেন বলে দাবি গঙ্গাধরের।

গঙ্গাধরের পাশে রেখা

এই ঘটনায় গঙ্গাধরের পাশে দাঁড়িয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রও। তাঁর দাবি, 'এই সব তৃণমূলের চাল, গঙ্গাধর কয়ালের বিষয়ে যে অপবাদ দেওয়া হয়েছে তা মিথ্যে, এর কোনও সত্যতা নেই, এটা তৃণমূলের চক্রান্ত।' তৃণমূল হয়ত গঙ্গাধরকে ভয় দেখিয়ে এমনটা করিয়েছে বলেও দাবি করেন রেখা।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-05T08:31:06Z dg43tfdfdgfd