ভোটের আগে নতুন করে চাপে কংগ্রেস! এবার ১৭০০ কোটি টাকার নোটিস ধরাল আয়কর দফতর

নয়াদিল্লি: ভোট যত এগোচ্ছে ততই যেন চাপ বাড়ছে কংগ্রেসের উপরে৷ না রাজনৈতিক নয়৷ চাপটা অর্থনৈতিক৷ ইতিমধ্যেই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের একাধিক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিয়েছে আয়কর দফতর৷ আদালতে দৌড়োদৌড়ি করেও এখনও পর্যন্ত বিশেষ লাভ হয়নি কংগ্রেসের৷ এর মধ্যেই ফের নতুন করে কংগ্রেসকে নোটিস পাঠাল আয়কর দফতর৷ এই দফা মোট ১,৭০০ কোটি টাকা অনাদায়ের নোটিস৷

গত ২৮ মার্চই সমস্ত কর সংক্রান্ত নোটিসের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস৷ কিন্তু, আদালত খারিজ করে দেয় তাদের সেই আর্জি৷ এর আগে কেন্দ্রের বিরুদ্ধে তাঁদের দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কথা জানিয়ে চক্রান্তের অভিযোগ এনেছিল কংগ্রেস৷

আয়কর দফতর এই নতুন নোটিস জারি করার পরে একটি সাংবাদিক সম্মেলন ডাকে কংগ্রেস৷ বৈঠকে কংগ্রেস নেতা অজয় ​​মাকেন বলেন, “বিজেপি গুরুতর ভাবে কর আইন লঙ্ঘন করেছে, আয়করের দফতরের উচিত বিজেপির কাছ থেকে ৪,৬০০ কোটি টাকারও বেশি টাকা দাবি করা।’’ কিন্তু, তেমনটা করার বদলে ভোটের আগে কংগ্রেসকে অর্থনৈতিক ভাবে ‘পঙ্গু’ করে দেওয়ার চেষ্টা করছে৷

আরও পড়ুন:‘কংগ্রেসকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে মোদির সরকার,’ বিস্ফোরক অভিযোগ আনলেন সনিয়া-রাহুল

২০১৭-১৮ সালে মিলেছিল চাঁদা৷ অভিযোগ, তার সাত বছর পরে, ভোটঘোষণার মাত্র তিন সপ্তাহ আগে ১৩ ফেব্রুয়ারি ওই পুরনো নথি তুলে ধরে ২১০ কোটি ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয় কংগ্রেসকে। তার পরে ১৩৫ কোটি টাকা জোর করে বাজেয়াপ্তও করা হয়। এ ক্ষেত্রে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ তোলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। তার পরে এবার ১,৭০০ কোটি টাকার দাবিতে গেল আয়কর নোটিস।

পাশাপাশি, এদিন কংগ্রেস নেতা অজয় মাকেন এ-ও জানান, নতুন এই আয়কর নোটিস নিয়ে আগামী ১ এপ্রিল আবারও সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস।

জানা গিয়েছে, এর আগে ১৪ লক্ষ টাকা হিসাবের গরমিলের অভিযোগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে ১৩৫ কোটি টাকা জরিমানা ও সুদ কেটে নেওয়া হয় বলে অভিযোগ। খড়্গেদের দাবি, সে ক্ষেত্রে ‘কারণ’ দেখানো হয়, কংগ্রেসের অ্যাকাউন্টে ১৯৯ কোটি টাকার মধ্যে ১৪.৪৯ লক্ষ টাকা নগদে জমা পড়েছিল। কংগ্রেসের সাংসদেরা ওই চাঁদা দিয়েছিলেন। মাত্র ০.০৭% নগদে লেনদেনের জেরে ১০৬% জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ‘অর্জুন এসে গেছিস!,’ পরিচিত মুখকে দেখেই একগাল হাসি, ভোটের আগে চাণক্য মুকুলের সঙ্গে সাক্ষাৎ সারলেন অর্জুন

গত মাসেই কংগ্রেস জানিয়েছিল, আয়কর দফতর তাদের ১১৫ কোটি টাকা ফ্রোজ করে দিয়েছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ২১০ কোটি টাকা কর অনাদায়ে আয়কর দফতর উক্ত পদক্ষেপ করেছিল বলে অভিযোগ৷

তার কিছুদিন পরেই কংগ্রেস নেতা অজয় মাকেন অভিযোগ তোলেন, কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফের ৬৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে৷ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রোজ যাতে না করা হয়, তা নিয়ে Income Tax Appellate Tribunal-এর কাছে আবেদন জানিয়েছিল কংগ্রেস, কিন্তু, ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে৷

2024-03-29T09:08:03Z dg43tfdfdgfd