ভোটের রাজনৈতিক প্রচার নয়, তবে এই স্কুল পড়ুয়ারা বাড়ি বাড়ি ঘুরছে কেন!

উত্তর দিনাজপুর: ভোটদানের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবারে রাস্তায় নামল ছাত্র-ছাত্রীরা। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটদাতাদের সচেতন করতে দেখা গেল রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের।

ভোট মানেই গণতন্ত্রের উৎসব। একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার। প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। তবে এক্ষেত্রে ভোটদাতাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব বরাবরই লক্ষ্য করা যায়। প্রায় সময় সাধারণ ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে যেতে ভয়-ভীতি লক্ষ্য করা যায়। সেই জড়তা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের কৈলাস চন্দ্র রাধারানি বিদ্যাপীঠের এনএসএস ইউনিট।

আর‌ও পড়ুন: বিএস‌এফ জ‌ওয়ান বাড়ি ফিরতেই শুরু হল উৎসব! কারণ জানলে চমকে উঠবেন

স্কুলের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী নির্বাচন কমিশনের পরিচালনায় ভোটারদের সচেতনতা এবং নতুন ভোটারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে মিছিল করে। ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে। সকলে যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই বিষয়ে বিশেষ সচেতন করা হয়।

পিয়া গুপ্তা

2024-04-22T17:31:25Z dg43tfdfdgfd