ভাণ্ডার নিয়ে পা মেলালেন মা লক্ষ্মী! সে কী উৎসাহ

বাঁকুড়া: অভিনব কায়দায় ভোটের প্রচারে সাড়া ফেলল ইন্দাস। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের সমাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করে প্রতিকী প্রচার করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার সব ব্লককেই ভোট প্রচারের অভিনবত্বে টেক্কা দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। মা লক্ষ্মীর সাজে হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাঁটলেন মহিলারা।

মা লক্ষ্মী সেজে গৃহকর্ত্রীর দরজায় গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল বোঝালেন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার বাঁকুড়ার ইন্দাসের ভোট প্রচারে করিশুন্ডা অঞ্চলে একটি মহামিছিল ছিল। সেখানে এমন অভিনব দৃশ্য দেখা গেল। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক মিছিলে পা মেলান।

আর‌ও পড়ুন: প্রার্থীকে দেখেই জল, মিষ্টি নিয়ে হাজির সবাই! ব্যাপারটা কী

ভোট যেন সত্যিকারের একটি উৎসব। এই মহামিছিল দেখলে সে কথা স্পষ্ট হয়ে যায়। দিনের বেলা গনগনে রোদ্দুর, তাই বিকেলের দিকে মিছিলের আয়োজন করা হয়। মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রতিটি দল বিভিন্ন পন্থা নিচ্ছে। কেউ বাড়িতে বাড়িতে গিয়ে করছেন জনসংযোগ। আবার কেউ প্রতীকী সাজ সেজে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে সবকিছুকে টেক্কা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচার।

নীলাঞ্জন ব্যানার্জী

2024-04-27T07:33:36Z dg43tfdfdgfd