মাছ ধরতে গিয়ে পুকুরে পড়ে প্রাণটাই চলে গেল...

দক্ষিণ দিনাজপুর: মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার অন্তর্গত ৬ নম্বর ডাঙাগ্রাম পঞ্চায়েতের মাহিনগর এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রঞ্জিত ভাংড়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মাছ ধরার নেশা ছিল। রোজের মত বৃহস্পতিবার দুপুরে মাহিনগর এয়ারপোর্ট মোড়ের পাকা রাস্তার ধারে একটি ছোট পুকুরে মাছ ধরতে যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন রঞ্জিত ভাংড়া। বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে সন্ধান করতে থাকেন। সেই সময়ই ওই ব্যক্তির দেহ পুকুরে ভাসতে দেখা যায়।

আর‌ও পড়ুন: অপরিসীম কৌতুহল প্রাণ কেড়ে নিল নাবালকের! রেলের বৈদ্যুতিন পোস্টে উঠতেই সব শেষ

বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুকুরে জাল দিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন। “মৃত রঞ্জিত ভাংড়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর মৃগী রোগ ছিল। তাঁদের অনুমান, মাছ ভরার সময় হয়ত মৃগীর অ্যাটাক হয়েছিল। তাতেই পুকুরে পড়ে গিয়ে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী

2024-05-03T08:12:22Z dg43tfdfdgfd