মাঝআকাশে বিমানে ধূমপান যাত্রীর! বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন কলকাতাগামী ফ্লাইট

কলকাতা: বিমানবন্দর সূত্র মারফত খবর হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো 6E 376-তে বড়সড় বিপাক! কলকাতার আকাশে বিমান থাকাকালীন যাত্রী সিরাজউদ্দিন শেখ বিমানের ল্যাভেটরি বা শৌচালয়ে ধূমপান করছিলেন। তা নজরে আসে বিমান কেবিন ক্রুদের। তৎক্ষণাৎ ওই যাত্রীকে ধূমপান করা থেকে বিরত করেন।

তার খানিক পরে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে কেবিন ক্রু। সেই মতো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে দুপুর ২.০১ নাগাদ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীদের বিষয়টি অবগত করে।

আরও পড়ুন: নিজের অজান্তেই ঘনঘন নখ খেতে থাকেন? এর ক্ষতিকর প্রভাবগুলি শুনে আজই এই বদ অভ্যাসকে বাই বাই বলবেন!

ওই যাত্রীকে আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকেরা এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা ওই যাত্রীকে এনএস সিবিআই বিমানবন্দর থানার হাতে হস্তান্তর করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে দাহ্য পদার্থ নিয়ে বিমানে উঠে পড়লেন ওই যাত্রী? এই ঘটনার পরে নিরাপত্তার বিস্তর ফাঁকফোকর নজরে উঠে এল।

2024-04-15T17:13:50Z dg43tfdfdgfd