'সিদ্ধান্ত নিতে আইএসআই চাপ তৈরি করে!' ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতিদের হাতে পাকিস্তানের পর্দা ফাঁস

ইসলামাবাদ হাইকোর্টের ছয় বিচারপতির হাতে পর্দা ফাঁস হয়ে গেল পাকিস্তানের। সেদেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন খোদ হাইকোর্টের বিচারপতিরা। এ বিষয়ে পাকিস্তানের জুডিশিয়াল কাউন্সিলকে চিঠি দিয়েছেন বিচারপতিরা। বিচারপতিরা বলছেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো হাইকোর্টের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে, যার প্রভাব পড়ে বিচার বিভাগের কাজে। হাইকোর্টের বিচারপতিরা সাহায্যের জন্য জুডিশিয়াল কাউন্সিলের কাছে আবেদন করেছেন।

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

2024-03-28T05:19:21Z dg43tfdfdgfd