সাংসদ পদ খোয়াবেন কঙ্গনা? মান্ডি আসনে জয় নিয়ে মামলা, বলি 'কুইন'কে নোটিস হাইকোর্টের

ফের আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী তথা হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। আগে একাধিকবার বিতর্কিত বা 'বেফাঁস' মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কঙ্গনা। তবে এবার কোনও মন্তব্যের জন্য নয়। সংশয় তৈরি হয়েছে তাঁর সাংসদ পদ নিয়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়লাভ করে সংসদে পা রাখেন কঙ্গনা।এবার তাঁর জয় নিয়েই হিমাচল প্রদেশের হাইকোর্টের নোটিস। তবে কি সাংসদ পদ খোয়াতে চলেছেন বলি 'কুইন'? জল্পনা শুরু হয়েছে।

কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন করেন কিন্নর জেলার এক বাসিন্দা। তিনিও মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। অভিযোগ, তাঁর মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই কারণেই তিনি কঙ্গনার নির্বাচন বাতিলের দাবি জানান। বিষয়টি নিয়ে নোটিস জারি করে ২১ অগাস্টের মধ্যে কঙ্গনাকে জবাবের নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।

মান্ডি লোকসভা আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয়ী হন কঙ্গনা। মান্ডি লোকসভা আসনে ৭৪ হাজারের বেশি ভোটে জয়ী হন তিনি। তবে এই আসন থেকে লড়তে চেয়েছিলেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি। মান্ডির রিটার্নিং অফিসার ছিলেন সেখানকার জেলাশক। লায়ক রাম নেগির দাবি, জেলাশাসক ভুলভাবে তাঁর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন। বন বিভাগের প্রাক্তন কর্মী লায়ক রাম নেগি। কর্মজীবনের মেয়াদ পূরণের আগেই অবসর নিয়ে তিনি ভোটে দাঁড়াতে চেয়েছিলেন।

লায়ক রাম নেগির দাবি, রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের কাছে মনোনয়নপত্রের সঙ্গে বন বিভাগের জারি করা একটি 'নো ডিউ সার্টিফিকেট'-ও জমা দিয়েছিলেন। এরপর রিটার্নিং অফিসার তাঁকে বিদ্যুৎ, জল ও টেলিফোন বিভাগের 'নো ডিউ সার্টিফিকেট' জমা করতে বলেন। এর জন্য মাত্র একদিন সময় দেওয়া হয়েছিল তাঁকে। তবে একদিনের মধ্যেই সেগুলিও তিনি জোগাড় করে জমা দিয়েছিলেন। লায়ক রাম নেগির অভিযোগ, তারপরেও রিটার্নিং অফিসার সেগুলি গ্রহণ করেননি। বরং বাতিল হয়ে যায় তাঁর মনোনয়ন। হাইকোর্টে লায়ক রাম নেগির দাবি, তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়লাভ করতে পারতেন। তাঁর দাবি, কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। এই মামলায় তিনি পার্টি করেছেন রিটার্নিং অফিসার তথা জেলাশাসককেও। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছেন বলি-অভিনেত্রী কঙ্গনা।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-25T04:52:06Z dg43tfdfdgfd