সন্দেশখালিতে ED-CBI ‘ফেলুদা নয়, জটায়ুর মতো তদন্ত করেছে’, কটাক্ষ অভিষেকের

সন্দেশখালি নিয়ে ‘জল অনেকদূর গড়াবে’ বলে মনে করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতির ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) সামনে এসেছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ইঙ্গিত দেন অভিষেক। তাঁর কথায়, সন্দেশখালিতে ইডি-সিবিআই সঠিক তদন্ত করেনি বলেও দাবি অভিষেকের।

আজ, শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘সন্দেশখালির তদন্ত যে সঠিক পথে হয়নি, এটা তো পরিষ্কার। রাজনৈতিক স্বার্থে একটি রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে এই বেছে বেছে তদন্ত হয়েছে।’

এখানে, উদাহরণস্বরূপ সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা- জটায়ুর কথা উল্লেখ করেন অভিষেক। তিনি বলেন, ‘জটায়ু তদন্ত করলে একটা লোককে চিহ্নিত করে তাকে দোষী বানিয়ে তারপর ঘটনার তদন্ত করত। আর ফেলুদা, পুরো ঘটনা কী হয়েছে জেনে, ঘটনার গভীরে ঢুকে তারপর দোষীকে চিহ্নিত করত। সিবিআই-ইডির তদন্ত হল জটায়ুর তদন্ত।’

বিজেপিকে কটাক্ষ করে অভিষেক জানান, আমি বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছিলাম। এখানে শ্বেতপত্র প্রকাশ তো হয়নি, উলটে সন্দেশখালি সাদা কাগজের উপর মিথ্যা অভিযোগ লিখে জোর করে সেই অভিযযোগ দায়ের করতে মহিলাদের বাধ্য করেছে বিজেপি। তিনি বলেন, ;এখানে মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিষেক বলেন, ‘সন্দেশখালির জল অনেক দূর গড়াবে, আমি দলনেত্রীকে অনুরোধ করেছি.এই পুরো ভিডিয়ো বক্তব্য ডিটিপি করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দিতে।’

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গেও এদিন মুখ খোলেন অভিষেক। ইতিমধ্যে রাজ্যপাল সেদিনকার রাজভবনের একটি সিসিটিভি ফুটেজ জনসমক্ষে এনেছেন। যদিও, রাজভবনের ভেতরের কোনও ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। অভিষেক বলেন, ‘চাকরি দেওয়ার নাম করে একজন মহিলাকে হেনস্থা করছে, শ্লীলতাহানি করছেন। সেদিনের রাজভবনের ভেতরের ফুটেজটা একটু দেখাক। সাহস থাকলে সেই ভিডিয়োটা সামনে আনুক। আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে আমি তো পুরোটাই জনসমক্ষে আনব।’

শুক্রবার মিছিল করে অলিপুর ট্রেজারি অফিসে মনোনয়ন জমা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, অশোক দেব থেকে শুরু করে জেলার অন্যান্য নেতৃত্ব। অভিষেকের সমর্থনে এদিন মনোনয়ন জমা দেওয়ার মিছিলে কর্মী-সমর্থকেরাও ভিড় চোখে পড়া মতো। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতে এসেছিলেন অভিষেক। পরপর দুবার বড় ব্যবধানে এই কেন্দ্র থেকে জয় এসেছে অভিষেকের। এবার ব্যবধান আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-10T09:01:26Z dg43tfdfdgfd