২টি নতুন লোকাল উপহার দিল রেল, আসানসোল বর্ধমান রুটের ট্রেনের জেনে রাখুন সময়সূচি

আসানসোল বর্ধমান রুটে ট্রেনের নিত্য যাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের সুবিধায় দুটি নতুন মেমু স্পেশাল চালু করল রেল।

এই রুটে বাড়তি ট্রেন চালানোর দাবি ছিল দীর্ঘদিনের। যাত্রী সুবিধায় এই ট্রেনগুলি চালানোর জন্য একাধিকবার আবেদন জানানো হয়েছে। আর অবশেষে তার বাস্তবায়ন।

রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে সুখবর। সেখানে বলা হয়েছে, যাত্রীদের দাবি মেনে অন্ডাল – বর্ধমান রুটে একটি নতুন মেমু স্পেশাল চালু হচ্ছে। অন্যদিকে বর্ধমান আসানসোলের মধ্যে চালু হচ্ছে আর একটি মেমু স্পেশাল।

অন্ডাল – বর্ধমান মেমু স্পেশাল অন্ডাল স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যে ৬:৩৫ মিনিটে। মাঝে সবকটি স্টেশনে স্টপেজ দিয়ে বর্ধমান পৌঁছবে ৭:৫৫ মিনিটে। অন্যদিকে, বর্ধমান আসানসোল মেমু স্পেশাল বর্ধমান স্টেশন থেকে ছাড়বে বেলা ১২:৪০ মিনিটে। আসানসোল পৌঁছবে দুপুর ২:৩০ মিনিট নাগাদ।

২৪ মার্চ থেকে যাতায়াত শুরু করেছে অন্ডাল বর্ধমান মেমু স্পেশাল। অন্যদিকে ২৬ মার্চ থেকে শুরু হয়েছে বর্ধমান আসানসোল মেমু স্পেশালের যাত্রা। দাবি অনুযায়ী এই সময়ে নতুন ট্রেন পেয়ে খুশি নিত্যযাত্রীরা।

2024-03-27T09:09:42Z dg43tfdfdgfd