BJP IN WEST BENGAL : সুরিন্দরের সামনেই হাতাহাতি বিজেপির

এই সময়, আসানসোল: বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপিকর্মীরা। বৃহস্পতিবার বারাবনির কর্মিসভায় সুরিন্দরের সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ ব্লকের নেতারা। হাতাহাতি, ধাক্কাধাক্কি, চেয়ার ছুড়ে ফেলার ঘটনায় সেখানে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো তাণ্ডব শুরু হয়ে যায়। এমন ঘটনায় অস্বস্তিতে জেলা বিজেপি। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।

কিছুদিন আগে কুলটিতে রোড শো করতে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন আলুওয়ালিয়া। তার পরেই বারাবনির ঘটনা। এদিন আলুওয়ালিয়ার সমর্থনে বারাবনির বড়থানে কর্মিসভা ডেকেছিল বিজেপি। দলের জেলা সভাপতিকে নিয়ে আলুওয়ালিয়া সেখানে আসা মাত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সূত্রের খবর, জেলা ও ব্লক নেতাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই উত্তেজনা তৈরি হয়। উত্তেজক পরিস্থিতিতে প্রার্থী ও জেলা সভাপতিকে অন্য ঘরে নিয়ে বসানো হয়। হাতাহাতির ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে।

তবে বিষয়টিকে বড় করে দেখতে নারাজ আলুওয়ালিয়া। বলেন, ‘কর্মী সম্মেলনে কোনও হাতাহাতি হয়নি। বিজেপি কর্মীদের অতিরিক্ত উৎসাহের কারণে এমন ঘটেছে। আমন্ত্রিতদের চেয়ে বেশি কর্মী চলে এসেছিলেন। তাই চেয়ার নিয়ে টানাটানি হয়েছে। আসলে সবাই চায় নির্বাচনে জিতুক বিজেপি।’ অন্য দিকে, বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘ওদের সংগঠনই নেই, তাই এসব করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে।’

জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কটাক্ষ, ‘বিজেপির প্রচারের ঝড় আজ বারাবনিতে দেখলাম। আমি খুবই দুশ্চিন্তায় রয়েছি, ওরা আজ নিজেদের মধ্যে যা মারপিট করল, সুরিন্দর সিং-ই না মার খেয়ে যান।’

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-19T07:49:03Z dg43tfdfdgfd