BJP RALLY ATTACKED: বাঁকুড়ায় সুভাষ সরকারের মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ, আহত ১ বিজেপি কর্মী

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার গড়শিকা এলাকায়। তৃণমূলি গুন্ডাদের আক্রমণে বিজেপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিজেপি তরফ থেকে তিনজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩০ শতাংশ লোক মসজিদ ভাঙলে ৭০ শতাংশ লোক চুপ করে বসে থাকবে না, বললেন তৃণমূল বিধায়ক

পড়তে থাকুন: সন্দেশখালি তদন্ত রিপোর্ট জমা দিল CBI, রাজ্যকে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ আদালতের

জানা গিয়েছে, এদিন সাঁতুড়ির গড়শিকা এলাকায় সুভাষ সরকার মিছিল করছিলেন। মিছিল গড়শিকা গ্রামে ঢোকার সময় হঠাৎ তিন জন তৃণমূল কর্মী ঝান্ডা নিয়ে র‌্যালি আটকে দেয়। তাই নিয়ে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বিজেপি কর্মীরা তৃণমূলের তিন কর্মীকে সরিয়ে দিয়ে মিছিল এগিয়ে নিয়ে যায়। অভিযোগ, সেই সময় পিছনে থাকা এক বিজেপি কর্মীকে তৃণমূলের কর্মীরা চ্যালা কাঠ দিয়ে আক্রমণ করে। তৃণমূলি দুষ্কৃতীদের মারে বিজেপি কর্মী পিঠে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত হন তিনি।

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তারা মিথ্যা নাটক করছে।

আরও পড়ুন: তৃণমূল ঘরে ঢুকে গেছে, ভোটের পর পিসি - ভাইপো মাছি মারার লোক পাবেন না: দিলীপ ঘোষ

স্থানীয় বিজেপি নেতা জানান, আমাদের মিছিলে পিছন থেকে হামলা চালায় তৃণমূলের ৩ দুষ্কৃতী। কোনও প্ররোচনা ছাড়াই হামলা হয়েছে। আমরা হামলা এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন পিছন থেকে আমাদের এক কর্মীর ওপর হামলা চালায় এক দুষ্কৃতী। এই মিছিলের পুলিশি অনুমতি ছিল। তার পরেও মিছিলকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। আমরা আহত কর্মীর পাশে আছি। রাজ্যে সন্ত্রাসের রাজনীতি চালিয়ে যেতে চায় তৃণমূল। আমরা সেটা হতে দেব না।

2024-05-02T14:53:33Z dg43tfdfdgfd