KOLKATA POLICE : শ্রীভূমির পুজোয় যাটজট এড়াতে ভিআইপি রোডে কলকাতা পুলিশ

শ্যামগোপাল রায়লেক টাউনের শ্রীভূমির পুজো এমনিতে বিধাননগর কমিশনারেটের আওতায়। তবে ওই পুজো দেখার যে ভিড় হয়, তার জন্য যাতে রাস্তায় বেরোনো অন্যেরা যানজটে ভোগান্তিতে না-পড়েন, সেই লক্ষ্যে এখনই কলকাতা পুলিশ নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ শুরু করল বিধাননগর কমিশনারেটের সঙ্গে।

এমনকী, প্রয়োজনে কলকাতা পুলিশের কর্মী ও অফিসারদের একাংশকে পুজোর দিনগুলোয় ভিআইপি রোডের যানজট সামলানোর জন্য মোতায়েন করা যাবে— এমন বার্তাও লালবাজারের তরফে দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটকে।

শ্রীভূমির পুজোর বিপুল ভিড়ের কারণে টানা বেশ কয়েক বছর ধরে অবরুদ্ধ হয়ে পড়ছে ভিআইপি রোড। যার প্রভাব পড়ে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটা মোড় থেকে ইএম বাইপাসে। ফ্লাইট মিস-ও করেছেন বেশ কয়েক জন। উত্তর শহরতলির পুজো, অথচ তার যানজট সামলাতে প্রত্যেক বছর প্রচণ্ড চাপে পড়তে হয় কলকাতা পুলিশকে।

সম্প্রতি দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীভূমির পুজোর কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না-হয়, সেটা দেখার নির্দেশ দিয়েছেন পুলিশকে। লালবাজারের কর্তারা সিদ্ধান্ত নেন, গত কয়েক বছরের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে এ বার না-হয়, সে জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে হবে।

সূত্রের খবর, দিন কয়েক আগেই বিধাননগর পুলিশের সঙ্গে কথা বলেছেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা। সেখানেই ঠিক হয়েছে, ভিআইপি রোডের উপর কোনও ভাবেই দর্শকদের দাঁড়াতে দেওয়া হবে না এবং পথচারীদের রাস্তা পারাপার করতে হবে কেবল সাবওয়ে দিয়ে। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বুধবার বলেন, ‘কলকাতা পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীভূমির পুজোয় ভিড়ের কথা মাথায় রেখে এ বার নতুন কিছু পদক্ষেপ করা হবে।’

শ্রীভূমির পুজোর প্যান্ডেলে দর্শকদের প্রবেশের জন্য অনেকটা আগে থেকেই সার্ভিস রোড ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই সেই সার্ভিস রোড ব্যবহার না-করে মেন রোড দিয়ে হাঁটেন। যার নেতিবাচক প্রভাব পড়ে গাড়ি চলাচলে। সে জন্য ঠিক হয়েছে, এ বার মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা ঘিরে ফেলা হবে টিনের ব্যারিকেড দিয়ে। সেই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

দর্শনার্থীরা যাতে কোনও ভাবেই সার্ভিস রোডের বাইরে না-যেতে পারেন, সেটা নিশ্চিত করবেন ওই পুলিশকর্মী ও অফিসাররা। একই সঙ্গে ঠিক হয়েছে, উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী গাড়িগুলোকে চিংড়িঘাটা থেকেই নিউ টাউনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার বিমানবন্দর থেকে কলকাতামুখী গাড়িগুলোকে ভিড় এড়াতে নিউ টাউন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সন্ধে ৬টার পর থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত উল্টোডাঙা থেকে কেষ্টপুরের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হবে। ভিআইপি রোডের ট্র্যাফিক পরিস্থিতি মোকাবিলার জন্য ঘটনাস্থলে থাকবেন ২ জন ডেপুটি কমিশনার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী।

বিধাননগর কমিশনারেটের সদর দপ্তরে বসে সিসিটিভি-র মনিটরে পরিস্থিতির উপর নজর রাখবেন শীর্ষকর্তারা। শ্রীভূমি পুজোর অন্যতম উদ্যোক্তা, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বক্তব্য, ‘পুজোর দর্শকদের জন্য ভিআইপি রোডে যাতে যান চলাচলে সমস্যা না-হয় সে জন্য আমরাও এ বার বেসরকারি সংস্থা থেকে বাড়তি কর্মী নিয়োগ করেছি।’

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-08-01T08:44:44Z