KOLKATA WATER WOES: ১০০ মিমি বৃষ্টি হলে আট ঘণ্টার মধ্যে জল নামবে, প্রতিশ্রুতি কলকাতা পুরসভার

বর্ষা এলেই জলমগ্ন হয়ে ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর অবধি জল জমে। অনেক ক্ষেত্রেই আবার কয়েকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। তবে এবার আর তা হবে না। এবার ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হলেও ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে জল নেমে যাবে। এমনটাই দাবি করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: খোঁড়াখুঁড়ি, জমা জলে নাজেহাল কলকাতা, বৈঠকে কাউন্সিলারদের কাছে রিপোর্ট তলব মেয়রের

পুরসভার আধিকারিকরা জানান, এক সময় কলকাতার নিকাশি পথে বৃষ্টির জল নেমে যাওয়ার ক্ষমতা ছিল ৬.১০ মিলি মিটার পর্যন্ত প্রতি ঘণ্টায়। তবে সেই ক্ষমতা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে নিয়মিত ম্যানহোল থেকে পলি তোলা হয়েছে। যার ফলে নিকাশি পথের ক্ষমতা আরও বেড়েছে। আর সেই ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ঘণ্টায় ৩০ মিলিমিটার পর্যন্ত। এরকম ক্ষমতা থাকলে সেক্ষেত্রে ১০০ মিলিমিটার পর্যন্ত জল জমলে ৭ ডেকে ৮ ঘণ্টার মধ্যেই সব জল নেমে যাবে বলে দাবি করেছে কলকাতা পুরসভা।

এ বিষয়ে নিকাশী বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানান, জল নামতে কতটা সময় লাগবে তা অবশ্যই বৃষ্টির পরিমাণের উপর নির্ভর করছে। যদি ১০০ মিলিমিটার বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে জল নামতে সর্বোচ্চ ৮ ঘণ্টা সময় লাগবে। আর যদি তার থেকে বেশি হয় তাহলে বেশি সময় লাগবে। প্রসঙ্গত, এখন গ্রীষ্ম চললেও সাধারণত জুনের মাঝামাঝি সময়ে প্রতিবছর বর্ষা আসে কলকাতায়। এবারও নির্দিষ্ট সময়ে বর্ষা আসবে বলে ধরে নিয়ে নিকাশি বিভাগ থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগকে প্রাক বর্ষার প্রস্তুতি শুরু করতে বলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ম্যানহোলগুলি নিয়মিত পরিষ্কার করার কাজ চলছে। এর জন্য নিয়মিত পলি তোলা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ ম্যানহোল তোলার কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা এবার যেমন গরম পড়েছে তেমনি বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। ফলে সেক্ষেত্রে বেশি বৃষ্টি হলে জল যন্ত্রণার আশঙ্কা থেকেই যাচ্ছে।

পুরসভার ইঞ্জিনিয়ারদের বক্তব্য, শহরের নিকাশি নালা আগের থেকে অনেকগুণ বেশি পরিষ্কার হয়েছে। ফলে দ্রুত জল নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শহরে বৃষ্টির জল জমা এবং নেমে যাওয়ার সঙ্গে হুগলি নদীর জোয়ার ভাটার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। কারণ কলকাতা শহরের সমস্ত জল গিয়ে পড়ে হুগলি নদীতে। জোয়ারের সময় লকগেট বন্ধ করে দেওয়া হয়। আর ভাটার সময় আবার গেট খুলে দেওয়া হয়। ফলে ভাটা থাকলে দ্রুত জল নেমে যাবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।

2024-05-08T12:45:27Z dg43tfdfdgfd