MADHYAMIK 2024 TOPPERS LIST: মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা

মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কে?

চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল (কোচবিহার), প্রাপ্ত নম্বর ৬৯৩।

মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হল কে?

সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জিলা স্কুল, প্রাপ্ত নম্বর ৬৯২।

মাধ্যমিকে তৃতীয় হল কারা কারা?

১) উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৯১।

২) পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুল (বীরভূম), প্রাপ্ত নম্বর ৬৯১।

৩) নৈনিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৯১।

মাধ্যমিকের চতুর্থ স্থানে থাকল কে?

তপজ্যোতি মণ্ডল, কামারপুর রামকৃষ্ণ মিশন মাল্টিপাপাস স্কুল (হুগলি), প্রাপ্ত নম্বর ৬৯০।

মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করল কে?

অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরৎপুর হাইস্কুল (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর ৬৮৯।

মাধ্যমিকে ষষ্ঠ স্থানে থাকলেন কারা? 

১) কৃশানু সাহা, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), প্রাপ্ত নম্বর ৬৮৮।

২) মহম্মদ শাহাবুদ্দিন আলি, মোজামপুর হাইস্কুল (মালদা), প্রাপ্ত নম্বর ৬৮৮।

৩) কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট স্কুল (পশ্চিম মেদিনীপুর), প্রাপ্ত নম্বর ৬৮৮।

৪) অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৮।

(বিস্তারিত পরে আসছে)

2024-05-02T04:36:50Z dg43tfdfdgfd