TRINAMOOL CONGRESS: গড় শালবনিতে তৃণমূলের মিছিলে তেমন ভিড় হলো না

এই সময়, ঝাড়গ্রাম: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার পরে গড় শালবনিতে এই প্রথম মিছিল করল তৃণমূল। রবিবার সকাল আটটা নাগাদ গড় শালবনির রাবণপোড়া মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে জিতুশোলে শেষ হওয়ার কথা ছিল। সময় বরাদ্দ ছিল বেলা ১১টা পর্যন্ত। সকাল পৌঁনে ন’টা নাগাদ তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন গড় শালবনিতে পৌঁছে যান। রাবণ পোড়ার মাঠে তখন হাতে গোনা কয়েক জন মাত্র।

ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি নরেন মাহাতো তৎপর হলেন ভিড় জোটাতে। রোদের মধ্যে ঘেমেনেয়ে ফোন ঘোরাতে শুরু করলেন তিনি। কালীপদের সঙ্গে এসেছিলেন তৃণমূলের গোপীবল্লভপুরের পর্যবেক্ষক অজিত মাহাতো। দীর্ঘক্ষণ রাস্তার পাশে দোকানের সামনে বসে থাকার পরে প্রার্থী বিরক্তি প্রকাশ করে ভোটকুশলীদের একজনকে ফোন করে বললেন, ‘এখানে কোনও লোক নেই। আমাকে আসতে বলে দিলেন। আর ওদিকে জামবনিতে লোক আমার জন্য অপেক্ষা করছেন। সেখানে গিয়ে জনতার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে!’

মিছিলে লোক না-হওয়ার কারণ হিসেবে তৃণমূলের শালবনি অঞ্চল সভাপতি বলছেন, ‘এলাকায় অষ্টপ্রহর নামসংকীর্তন চলছে। তাছাড়া বেশির ভাগ লোক কাজু বাগানে কাজ করতে গিয়েছে। তাই লোক আসতে সমস্যা হচ্ছে।’ পরে অবশ্য ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, রাজ্য তৃণমূলের সহ-সভাপতি চূড়ামণি মাহাতো, কুড়মি বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন মাহাতোরা রাবণ পোড়া মাঠের মহুল গাছের তলায় আসেন।

চূড়ামণি মাহাতো বলেন, ‘এখান থেকে মিছিল করবে বললে হয়? এখানে ত্রিশটা ভোট আমরা পাই তো ওরা(বিজেপি) পাঁচশোটা ভোট পায়। মিছিলটা জিতুশোল থেকে আয়োজন করলে লোক পাওয়া যেত।’ কথার মাঝেই লোক জুটিয়ে আনা শুরু করলেন স্থানীয় নেতৃত্ব। বেলা দশটা নাগাদ প্রায় দেড়শো লোক নিয়ে শুরু হলো মিছিল। রাবণপোড়া মাঠ থেকে মিছিল শুরু হওয়ার পর প্রায় দু’শো মিটার হাঁটার পর মিছিল থেকে বেরিয়ে গাড়িতে করে চেপে জামবনিতে চলে যান তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। বাকিরা মিছিলটি নিয়ে যান জিতুশোল পর্যন্ত।

কনভয়ের হামলায় ঘটনায় গ্রেপ্তার হওয়া তথা আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো বলেন, ‘আমাদের দাবি কোনও সরকারই দেখছে না। তাই ডাক দিয়েছি কুড়মিদের ভোট কুড়মিদেরই থাক। তাতে কার লোক হল, না হলো, তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই।’

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T08:18:08Z dg43tfdfdgfd