‘‌এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে’‌, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট

আবার সক্রিয় কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট বলে খবর। স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে এই রুল জারি করল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ আজ কলকাতা হাইকোর্টে আদালত অবমাননা প্রসঙ্গ ওঠে। তাতেই এই রুল জারি হয়। কারণ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা। এটি সম্পূর্ণ আদালত অবমাননা বলে মনে করে কলকাতা হাইকোর্ট। আর তাতেই বিপাকে পড়ল রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে। এমনকী বিচারপতি আজ অত্যন্ত ক্ষোভপ্রকাশ করেন।

এদিকে এই আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এই অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে, তিনি সেটা করেননি। তাই রুল জারি করা হল। কেন তাঁকে সাজা দেওয়া হবে না?‌ এই বিষয়টি নিয়ে উত্তর দেবেন বিচারপতি। আজ এই বিষয়টি নিয়ে জোরদার সওয়াল–জবাব চলে। তাতে উঠে আসে একটি আরটিআই–এর কথা। যে আরটিআই করার পরও কোনও জবাব মেলেনি। তাই এই মামলাটি দায়ের হয়।

আরও পড়ুন:‌ ‘‌লাল জামা পরাটা কে?’‌, ভরা আদালতে অর্পিতাকে দেখে মুহূর্তের প্রেম–পর্ব পার্থর

অন্যদিকে এই মামলার শুনানি চলাকালীন গোটা বিষয়টি শুনে ক্ষুব্ধ হন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‌এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে। আর কোনও ভাবে সুযোগ দেওয়া হবে না।’‌ আদালত সূত্রে খবর, পুলিশের সাব–ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কয়েকটি তথ্য জানতে চেয়ে আরটিআই করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা। সেই তথ্য মেলেনি। তাই স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তখন আদালতের নির্দেশ ছিল, আগামী ৭ দিনের আরটিআইয়ের উত্তর দিতে হবে। তারপরেও সেই নির্দেশ পালন করা হয়নি। আর তাই আদালত অবমাননা মামলা দায়ের হয়।

এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে। তাই রুল জারি করা হয়। এই আবহে কিছুদিন আগে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা। ফলে আগের পদে তিনি আর নেই। এছাড়া মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হলে পরবর্তী ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে তিনজন আইপিএস অফিসারের নাম পাঠায় রাজ্য সরকার। তাঁরা হলেন— ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাস।

2024-05-03T12:27:01Z dg43tfdfdgfd