এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্যজুড়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখে ছিল মানুষজন। ইডি–সিবিআইয়ের হানা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রী বেশ কয়েকজনকে গ্রেফতার সবই দেখেছিলেন বাংলার মানুষজন। কিন্তু সেই মামলা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। আর নেতারা আছেন জেলে। এই দেখিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে বিজেপি বলে অভিযোগ তাদের। দ্রুত তদন্ত করে রিপোর্ট দিয়ে দোষী সাব্যস্ত করুক আদালত এটাই বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এখন গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। তাই প্রশ্ন উঠছে, এসএসসি দুর্নীতি মামলার রায় কবে সামনে আসবে?‌

এবার এই প্রশ্নের উত্তর মিলেছে কলকাতা হাইকোর্ট থেকে। দীর্ঘ সওয়াল–জবাব এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এবার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই দিনটি হল— আগামী সোমবার। সময় সকাল সাড়ে ১০টা। এই দিনেই সঠিক সময়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলার মানুষ। কারণ ২৪ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। তাতে চাকরি পেতে পারেন অনেকে। আবার বাতিল হতে পারে অনেকের চাকরি। এমনকী এই দিনেই (‌২২ এপ্রিল)‌ ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:‌ দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এসএসসির গ্ৰুপ–সি, গ্ৰুপ–ডি, নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হয়েছিল। যে নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আর তা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দেন। আবার ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করলে স্থগিতাদেশ দেয় এবং কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ মতো ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে।

সুতরাং প্রায় সাড়ে চার মাস ধরে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি নিয়ে শুনানি চলেই যাচ্ছে। আর নিয়োগ থমকে রয়েছে। এবার সোমবার রায় বেরোলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা শুনানি হয়েছে এই কয়েক মাস। এই মামলাটি নিয়ে সকলের আগ্রহ রয়েছে। সিবিআই এখানে কেমন তথ্য তুলে ধরতে পেরেছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। গত ২০ মার্চ এই বিশেষ বেঞ্চে শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত ছিল। সোমবার সেই রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট।

2024-04-20T04:12:58Z dg43tfdfdgfd