সোমবার মমতার বৈঠকে বিনীতও

এই সময়: সোমবার নবান্নে ফের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত জুলাইয়ে পরপর তিনটি প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে হকার সমস্যা থেকে শুরু করে আনাজের মূল্যবৃদ্ধি— একাধিক ইস্যুতে মমতা তাঁর প্রশাসনের কড়া অবস্থানের ঘোষণা করেছিলেন সেই সব বৈঠক থেকে।

অগস্টেই সে সব ইস্যুতে পর্যালোচনা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ঘটে যায় আরজি করের ঘটনা। ফলে বর্তমান আবহে রাজ্যের প্রশাসনিক প্রধানের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনাচক্রে ওই দিনই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। ফলে শুনানির পাশাপাশি আমজনতার নজর থাকবে নবান্নের বৈঠকের দিকেও।

আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে তোলপাড় গোটা রাজ্য। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। চিকিৎসকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ পদক্ষেপও করা হয়েছে। তার পরেও চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এ নিয়ে বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সে দিকেও নজর থাকবে।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। আরজি করের ঘটনার পরে স্থানীয় থানা থেকে শুরু করে সার্বিক ভাবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, কয়েকজন স্বাস্থ্য আধিকারিক তথা একাধিক চিকিৎসকের বিরুদ্ধেও। সোমবারের বৈঠকে থাকতে বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে।

বৈঠকে থাকবেন সব দপ্তরের মন্ত্রী এবং সচিবরা। নির্দেশিকায় বলা হয়েছে, থাকতে হবে ডিজি এবং এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিকদেরও। বিভিন্ন দপ্তরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে।

এর বাইরেও হকার সমস্যার বিষয়টিও পর্যালোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কলকাতা পুরসভা এই সংক্রান্ত রিপোর্ট নবান্নে পাঠিয়েছে। তবে পুজোর আগে হকার নিয়ে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না বলেই মত আমলাদের একাংশের।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-09-07T09:09:03Z dg43tfdfdgfd