BANGLADESHI UMPIRE : ইতিহাস বাংলাদেশি আম্পায়ার শরফুদুল্লাহর, প্রশংসা ক্রিকেট বিশ্বে

বাংলাদেশের ক্রিকেট আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে শহিদ ইতিহাস গড়ে ফেললেন। দেশের প্রথম আম্পায়ার হিসেবে তিনি আইসিসি এলিট প্যানেলে নাম লিখিয়ে ফেলেছেন। এটা শুধুমাত্র শহিদের কেরিয়ারেই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, বরং বাংলাদেশি ক্রিকেট আম্পায়ারিংকে তিনি গোটা বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করেছেন।

অন্যদিকে ভারতীয় আম্পায়ার নীতীন মেননও নয়া নজির কায়েম করেছেন। প্রসঙ্গত, নীতীনই ভারতের একমাত্র ক্রিকেট আম্পায়ার যিনি আইসিসি এলিট প্যানেলে নিজের নাম কায়েম করেছেন। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়ে পরপর পাঁচ বছর তিনি নিজের এই পদটা ধরে রেখেছেন। তিনিও আন্তর্জাতিক ক্রিকেটের দরবারে ভারতীয় আম্পায়ারিংকে প্রতিনিধিত্ব করেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্দোর থেকে উঠে এসেছেন নীতীন মেনন। ২০২০ সালে কোভিড অতিমারির ঠিক আগেই তিনি আইসিসির এলিট প্যানেলে যোগ দিয়েছিলেন। সাফল্যের সরণীতে মেননের এই যাত্রাপথ অবশ্যই বাকিদের অনুপ্রেরণা দেবে। উল্লেখ্য, ভারতের তৃতীয় আম্পায়ার হিসেবে নীতীন এই সাফল্য অর্জন করেছেন। ইতিপূর্বে ভারতীয় আম্পায়ারদের মধ্যে এস রবি এবং এস ভেঙ্কটরাঘবন এই সাফল্য হাসিল করেছিলেন। আপনারা হয়ত অনেকেই জানেন না যে ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে ভারতীয় আম্পায়ারদের মধ্যে সবথেকে বেশি ম্যাচ (১২৫) ভেঙ্কটরাঘবনই পরিচালনা করেছেন। তবে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে মেনন এই রেকর্ড ভেঙে দেবেন বলে আশা করা যেতেই পারে। এবারের টি-২০ বিশ্বকাপ আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে আয়োজন করা হবে। আর সেটা নীতীনের সাফল্যের কেরিয়ারে আরও একটি পালক যোগ করবে, তা বলা যেতেই পারে।

আম্পায়ারিংয়ের প্রতি নীতীন মেননের ডেডিকেশন নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৩টি টেস্ট ম্যাচ, ৫৮টি একদিনের ম্যাচ এবং ৪১টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন। আর সেই দৌলতেই মেনন এখনও পর্যন্ত মোট ১২২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সাক্ষী রয়েছেন। পাশাপাশি গত বছর তিনি অ্যাশেজ সিরিজেও আম্পায়ারিং করেন। এটা যে তাঁর ব্যক্তিগত মাইলস্টোন হিসেবে রয়ে যাবে, তা বলা যেতেই পারে।

এবার শরফুদুল্লাহ ইবনে শহিদের কথায় আসা যাক। তিনি বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি'র এলিট প্যানেলে এক নয়া দিশা দেখালেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে তিনি একেবারেই নতুন মুখ নন। ২০০৬ সাল থেকেই আইসিসি'র আন্তর্জাতিক প্যানেলের হয়ে কাজ করছেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-03-29T10:36:27Z dg43tfdfdgfd