SAHAL ABDUL SAMAD GOAL CONTROVERSY : আদৌ ন্যায্য ছিল সাহালের গোল? কেন আচমকা তর্কে জড়ালেন অমরিন্দর?

রবিবারের (২৮ এপ্রিল) রাতটা মোহনবাগান ফুটবল সমর্থকদের কাছে যেন স্বপ্নপূরণের রাত। লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর তারা এবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালেও উঠল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসি'র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্যাচে মেরিনার্সরা ২-০ গোলে জয়লাভ করে। অর্থাৎ দুটো লেগের সেমিফাইনাল মিলিয়ে মোহনবাগান মোট ৩-২ গোলে জয়লাভ করেছে। দ্বিতীয় লেগের এই সেমিফাইনাল ম্যাচে বাগানের হয়ে একটি করে গোল করেছেন জেসন কামিন্স এবং সাহাল আবদুল সামাদ। কিন্তু, সামাদের গোলটা নিয়ে যথেষ্ট বিতর্কের আবহ তৈরি হয়। এমনকী, গোলটা ন্যায্য ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ওডিশার গোলকিপার অমরিন্দর সিং। ঠিক কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আসলে ম্যাচ যত সামনের দিকে এগোতে শুরু করে, ততই দুই দলের সমর্থকদের রক্তচাপ বাড়তে শুরু করে। কারণ দুটো লেগের সেমিফাইনাল মিলিয়ে তখনও মোহনবাগান এবং ওডিশা ২-২ গোলে সমতা বজায় রেখেছিল। এই ম্যাচের শুরু থেকেই মোহনবাগান নিজেদের দাপট ধরে রাখে। যদি ম্যাচটা কোনও কারণে অতিরিক্ত সময়ে চলে যেত, তাহলে ফলাফল যে ফিফটি-ফিফটি হয়ে যেত, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। যাইহোক, এত হিসেবের মধ্যে অবশেষে বাগান সমর্থকদের কাছে স্বস্তির অক্সিজেন এনে দিলেন সাহাল আবদুল সামাদ। ম্যাচের ৯৩ মিনিটে তিনি বাগানের হয়ে জয়সূচক গোলটি করলেন। ডানদিক থেকে মনবীরের ভাসানো বল প্রথমে অমরিন্দরের হাতে লাগে। তিনি বলটা তালুবন্দি করতে না পারার কারণে তা ফসকে যায়। ইতিমধ্যে সামনেই দাঁড়িয়ে ছিলেন সাহাল আবদুল সামাদ। বলটা তাঁর গায়ে লেগে ওডিশার জালে জড়িয়ে যায়।

দেখে নিন সেই ভিডিয়ো :

কিন্তু, এখানেই গোলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অমরিন্দর। তিনি দাবি করেন যে বলটা সাহালের হাতে লেগেছে। সেকারণে এটা হ্যান্ডবল হিসেবেই বিবেচনা করা উচিত। মুহূর্তের মধ্যে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। রেফারি অমরিন্দরের কথায় কর্ণপাত না করার কারণে ওডিশার এই গোলরক্ষক শেষপর্যন্ত তর্কও জুড়ে দিয়েছিলেন। কিন্তু, তাতে অবশ্য কোনও লাভ হয়নি। পরে দেখা যায় যে বলটা একেবারেই সাহালের হাতে লাগেনি এবং গোলটা সম্পূর্ণভাবে ন্যায্য় ছিল। আর এই সিদ্ধান্তের পরই বাগান সমর্থকদের উচ্ছ্বাসে সুনামি দেখতে পাওয়া যায়।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-28T17:02:54Z dg43tfdfdgfd