AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে

শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরতা মেয়েরা। কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার দুই সরকারের তরফেই চাকরিতে মেয়েদেরকে আরও বেশি করে আসার বিষয়ে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। পিছিয়ে নেই প্রাইভেট সেক্টরও। সেখানেও ধীরে ধীরে বেড়েছে মহিলা কর্মীর সংখ্যা।

পাল্লা দিয়ে বেড়েছে আরও একটি গুরুতর সমস্যা। কাজের জায়গায় মহিলা কর্মীদের অনেক সময়েই তাদের পুরুষ সহকর্মীদের যৌন নিগ্রহের শিকার হতে হয়। কখনও তাঁদের উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া হয় যৌনগন্ধী কথাবর্তা। বিভিন্ন কোম্পানির টপ ম্যানেজমেন্ট সহ সরকার সবাই সচেষ্ট হলেও এই রোগ দিন দিন মারণব্যাধির আকার নিচ্ছে। এবার খাস ভারতীয় ফুটবলের অন্দরমহল থেকে উঠে এসেছে এমন এক গুরুতর অভিযোগ!

এআইএফএফের অ্যাডমিন বিভাগে কর্মরতা এক মহিলা কর্মী এই অভিযোগ এনেছেন। তিনি অভিযোগ এনেছেন ওই বিভাগের তাঁর এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে। অ্যাডমিন বিভাগের ওই কর্মী যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন ওই পুরুষ সহকর্মীর বিরুদ্ধে!

ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক সূত্র মারফত জানা গিয়েছে ওই মহিলা কর্মী আপাতত মৌখিকভাবে তার অভিযোগ জানিয়েছেন। তিনি এখনও পর্যন্ত লিখিতভাবে জমা কিছু দেননি। এআইএফএফের তরফে ওই মহিলা কর্মীকে আশ্বস্ত করা হয়েছে বিষয়টি নিয়ে সঠিকভাবে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট পুরুষ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর কঠোর শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহিলার তরফে এখনও ফর্ম্যালি কোন অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে এআইএফএফের অভ্যন্তরীণ কমপ্লেন কমিটি সম্প্রতি একটি মিটিংও করেছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হবে। এআইএফএফের তরফে জানানো হয়েছে, ‘অভিযোগকারিনী এখনও কোনও লিখিত অভিযোগ দেননি। তিনি মৌখিক অভিযোগ করেছেন। যা নিয়েই আমাদের অভ্যন্তরীণ কমিটি বৈঠকে বসেছিল। অভিযোগকারীনির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি কিছুটা সময় চেয়েছেন যে এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ জমা দেবেন কি দেবেন না তা ভেবে দেখতে। আমরা এখনও বিশদে জানি না ঠিক কোন বিষয়ে চার্জ গঠন করা হবে। আমরা কথা বলব। তদন্ত করব এবং রিপোর্ট জমা করব।’

ভারতীয় কুস্তির পরে এবার ফুটবলেও এই যৌন‌ নিগ্রহের অভিযোগ সামনে আসার ফলে তা ভারতীয় ক্রীড়ার পক্ষে তা খুব লজ্জাজনক।

2024-03-29T09:14:32Z dg43tfdfdgfd