পিরিয়ডসের দিনগুলোয় একঝাঁক নিষেধাজ্ঞা, রক্ষণশীল নিয়ম নিয়ে কী বললেন হেমা কন্যা?

পিরিয়ডসের সময় বাড়িতে এত বিধিনিষেধ? অনেকেরই অজানা বলিউড ড্রিম গার্ল হেমা মালিনীর পরিবারের এই নিষেধাজ্ঞা। অভিনেত্রী এষা দেওলের কথায় উঠে এল সেই কাহিনি। তিনি জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠার সময় পিরিয়ড সম্পর্কে সেভাবে খোলাখুলি কথা বলা হয়নি কখনও। তাই হঠাৎ জীবনের এমন অবস্থার সম্মুখীন হওয়ায় খানিক ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকী, পিরিয়ডের দিনগুলোয় মন্দিরে গিয়ে প্রার্থনা করারও অনুমতি ছিল না তাঁর। এই রক্ষণশীল আদর্শ মেনে চলা হত পরিবারে।

হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এষা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, 'আমাদের মন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেওয়া হত না। পিরিয়ডস শেষ হলে চুলে শ্যাম্পু করে তারপরই প্রার্থনাঘরে যাওয়া যাবে। এটি একটি অত্যন্ত রক্ষণশীল বিষয়। এবং আমি এখনও এগুলো মেনে চলি। আপনি যে বাড়িতে বেড়ে উঠছেন, সেই বাড়ির যা কিছু নিয়মকানুন সেটাকে সম্মান করা উচিত।’

গভীর রাতে জেগে থাকা বা ছোট স্কার্ট পরার অনুমতি ছিল না

এষা আরও জানান, তাঁর ঠাকুমা খুব কড়া ছিলেন। বাইরে যাওয়ার সময় ছোট স্কার্ট পরার অনুমতি ছিল না। তিনি বলেন, 'আমার ঠাকুমা ছিলেন বাড়ির সিসিটিভি ক্যামেরা। তাই গভীর রাত পর্যন্ত জেগে থাকা একেবারেই অপছন্দ ছিল তাঁর।’

কাজের ক্ষেত্রে এষাকে শেষ দেখা গিয়েছিল 'হান্টার: টুটেগা নাহি তোড়েগা'-য়। যেখানে আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, বরখা বিস্ত এবং রাহুল দেব। ২০১২ সালে ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেছিলেন এষা। তাঁর দুই মেয়ে। ১২ বছর পর ২০২৪ সালে এষা ও ভরতের সম্পর্ক ভেঙে যায়।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-09-16T06:24:52Z dg43tfdfdgfd