'বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি', অডিশনে গৌরবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুখ খুললেন গায়ক

সারেগামাপা-খ্যাত গৌরব সরকারের বিরুদ্ধে অভিযোগ। টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো-এর অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় শিল্পী গৌরব। হঠাৎই তাঁকে নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বেশ কিছু অভিযোগ আনেন সারেগামাপা লেজেন্ডস-এর এক প্রতিযোগী। তাঁর দাবি অডিশন দেওয়ার সময় গৌরব সরকার ৯গায়ক ও বিচারক) নাকি গান শুনতে চাননি। উলটে তাঁর গান শুনে ব্যঙ্গ করছেন। ফেসবুক পোস্টে ওই প্রতিযোগী ক্ষোভ উগরে দেন। যদিও ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই পোস্টে ডিলিট করে দেন তিনি। তবে গৌরব সরকার কিন্তু, ফেসবুকে ওই পোস্টের জবাব দিয়েছেন। ওই ব্যক্তি পোস্ট ডিলিট করে দিলেও গৌরব কিন্তু, নিজের জায়গা থেকে মোটেই সরে আসেননি। এই সময় ডিজিটালের তরফে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে কী জানান তিনি?

গৌরব সরকার বলেন, 'ওনার ওই পোস্টের কোনও সত্যতাই নেই। এক ঘণ্টা আগে পোস্ট ডিলিট করে দিয়েছেন। উনি তো আমার কাছে অডিশনই দেননি। এই পুরো বিষয়টাই ফেক। ওনার কার্ডের যে ছবি সেটা আমার কাছে রয়েছে। আমার এবং আমার সঙ্গে অডিশনের সময় জি-এর কর্তৃপক্ষের যিনি ছিলেন সেটা কারওই হাতের লেখা নয়। কেন এইরকম করলেন সেই উত্তর আমার কাছে নেই। তাঁর কী আক্রোশ বা কী কারণে করলেন জানি না। যদি তাঁর কথায় কোনও সত্যতা থাকত তাহলে তো পোস্টটা ডিলিট না। আমি তো আমার পোস্ট করিনি'।

গৌরবের সংযোজন, 'আমি এতটাই ট্রান্সপারেন্ট যে আমি বলেছি কাল যাঁদের অডিশন আমার কাছে হয়েছে কিন্তু সিলেক্ট করিনি, অথচ তাঁদের মতে তাঁরা সিলেক্ট হওয়ার যোগ্য তাঁদের জন্য আমি বাড়ির অ্যাডড্রেস দিয়ে দিয়েছি পোস্টে। তাঁরা বাড়িতে এসে ভিডিয়ো কল করে অডিশন নেব। তারপর জি-এর কর্তৃপক্ষের কাছে পাঠাব যে সিলেকশনের যোগ্য কিনা। এতটা যখন বলতে পেরেছি তার মানে আমার মধ্যে সততা ছিল। ওঁর মধ্যে ছিল না বলেই পোস্ট ডিলিট করেছে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন বিষয়'।

গৌরবরের সোশ্যাল মিডিয়া পোস্ট

গৌরব লেখেন, 'নমস্কার! আমি গৌরব সরকার বলছি, প্রথমত এই কার্ড আমার দেওয়া নয়, কারণ আমি প্রত্যেকটি কার্ড সই সহকারে দিয়েছি আর আমার সাথে যিনি কার্ডে অংশগ্রহণকারীদের নাম লিখছিলেন এটা তার হাতের লেখাই নয়। আমি ঢাকুরিয়া রায় পাড়াতে থাকি ১এ বেচু ডক্টর লেনে বিনায়ক আবাসনে, আপনাদের যাদের মনে হয় আপনাদের গান ভালো হওয়া সত্বেও আপনাদের নেওয়া হয়নি আপনারা আমার বাড়ি এসে লাইভ ভিডিও করে অডিশন নিয়ে সবাইকে দেখান, এতটা অধিকার দিয়ে রাখলাম আপনাদের প্রত্যেককে, এতটাই আমি আত্মবিশ্বাসী নিজের সিলেকশন নিয়ে'।

]]>

আরও লেখেন, 'আমাকে ভুল প্রমাণিত করলে আমি সঙ্গীত ছেড়ে দেবো চিরকালের মতো। আমি গানবাজনার বিষয়ে এতটাই সৎ যে নিজে কোনদিনও এক ফোঁটা সুবিধা কারো কাছে চাইনি আর কাউকে সুবিধা পাইয়েও দিইনা। কাল আমার বহু পরিচিত মানুষ আমার ঘরে অডিশন দিয়েছে। তার মধ্যে ৯৯% ই সিলেক্টেড হয়নি, আবার আমার সম্পূর্ণ অপরিচিত বহু মানুষ সিলেক্টেড হয়েছে সম্পূর্ণরূপে তাদের প্রতিভার নিরিখে। কারো বিষয়ে কিছু বলার আগে জেনে শুনে এবং প্রমাণসহ কথা বলুন, নাহলে নিজেদেরই দিনের শেষে ঠকতে হবে। ভালো থাকুন সক্কলে আর অপেক্ষায় রইলাম যারা আমায় ভুল বললেন, দোষারোপ করলেন তারা নিশ্চিতরূপে আমার বাড়ি এসে ফেসবুক লাইভ সহকারে অডিশন দিয়ে যাবেন'।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-29T12:17:16Z dg43tfdfdgfd