YASH DASGUPTA: লোকসভায় টিকিট পাননি নুসরত, অথচ ভোটের লড়াইয়ে আছেন যশ! কীভাবে?

যশ দাশগুপ্ত বহুদিন আগেই রাজনীতির ময়দানে পা রেখেছেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও লড়াই করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। চণ্ডীতলা থেকে ভোটে দাঁড়ালেও পাননি জয়। এবার আবার যখন চারদিকে নির্বাচনের আবহ, চাপা উত্তেজনা সেই সময় আবার ভোটের ময়দানে তিনি। তবে এবার আর লোকসভা নির্বাচনে লড়াই করছেন না তিনি। বরং যশ 3বার ইম্পা অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হয়েছেন। সেখানে লড়াই করছেন।

২২ মার্চ অর্থাৎ শুক্রবার ইম্পার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনেই প্রযোজক বিভাগে নাম আছে যশের। প্রসঙ্গত, কিছু মাস আগেই নিজেদের প্রযোজনা সংস্থা শুরু করেছেন যশ এবং নুসরত। তাঁদের এই সংস্থার প্রথম প্রযোজিত ছবি হল সেন্টিমেন্টাল। আর প্রযোজনা সংস্থা চালু করেই তিনি ইম্পার ভোটে প্রার্থী হলেন।

আরও পড়ুন: 'আঁচলেই কিনা সব সম্মান...' আধুনিক মহিলাদের যৌনকর্মীদের সঙ্গে তুলনা! মমতা শঙ্করকে একহাত নিলেন স্বস্তিকা

আরও পড়ুন:'বাকি পরে শুনবেন...' আড্ডা দিতে দিতেই অপ্রকাশিত গান শুনিয়ে ফেললেন অরিজিৎ! কোন ছবিতে শোনা যাবে জানেন?

এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, 'ইন্ডাস্ট্রির স্বার্থে এবং সেটার উন্নতির জন্য নতুনদের যোগদান প্রয়োজন। যশের তো এর আগেও ভোটে লড়ার অভিজ্ঞতা আছে। আর ও এখন প্রযোজকও। তাই ওকে অনুরোধ করা হয় এই ভোটে প্রার্থী হওয়ার জন্য।'

ইম্পার এই ভোটে একাধিক বিভাগে ভোটগ্রহণ হবে। প্রযোজক, প্রদর্শক সহ একাধিক বিভাগে ভোট গ্রহণ চলবে। তবে এই প্রযোজক বিভাগে চেয়ারম্যান পদের জন্য লড়াই করবেন ঋতব্রত ভট্টাচার্য। তাঁর অধীনে ছয়জন সদস্য আছেন। এঁরা হলেন পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, রেশমি মিত্র, যশ দাশগুপ্ত, প্রমুখ। কিছুদিন আগে একটি বৈঠক হয়। সেখানেও অংশ নেন যশ এবং নুসরত। এই নির্বাচন প্রসঙ্গে নুসরত জানিয়েছেন 'আমরা নতুন হলেও সবার থেকে এতটা ভালোবাসা পেয়ে আমরা কৃতজ্ঞ। আশা করব যশ জিতবে।'

আরও পড়ুন: 'ভালোবাসায় ভরে উঠুক জীবন...' কাজল - শিল্পা - সোনম সহ কোন বলি তারকারা আদরের রানিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন?

আরও পড়ুন: 'কয়েকটি গান গেয়েছি মানেই হনু...' সকলে মধ্যবিত্ত বলেই ইগোর লড়াই নেই চন্দ্রবিন্দুর সদস্যদের! কী জানালেন চন্দ্রিল?

প্রসঙ্গত পিয়া সেনগুপ্তর ছেলে বনি সেনগুপ্ত সদ্যই অভিনেতার পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ফলে তিনিও এবার ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন।

2024-03-22T04:35:51Z dg43tfdfdgfd