WBBSE WEST BENGAL MADHYAMIK 10TH RESULT 2023: প্রথম দশে নেই কলকাতা, মাধ্যমিকে কোন জেলাগুলির জয়জয়কার?

প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল (Madhyamik exam 2023 results)। পরীক্ষার ৭৬ দিনের মাথায় রেজাল্ট বেরাল। মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন। প্রথম দশে নেই কলকাতার কোনও পরীক্ষার্থী।

 মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন 

এই বছরের মার্কশিটে থাকছে কিউ আর কোড। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।

এ বছরও শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ পূর্ব মেদিনীপুরে পাশ করছে ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী৷

গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ৷ এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ৷ কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷

আরও পড়ুন: WBBSE Madhyamik Result 2023: আজ মাধ্যমিকের রেজাল্ট, এভাবে দেখা যাবে

মাধ্যমিকে এবছর প্রথম হয়েছে দেবদত্তা মাজি। কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুলের পড়ুয়া দেবদত্তা। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৯.৫৭।

বেলা বারোটা থেকে অনলাইনে ফল জানা যাবে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। www.wbbse.gov.in www.wbbse.org www.wbresults.nic.in এই তিনটি ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

চলতি বছরে মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এবছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ৪ মার্চ তারিখে।

 মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন 

2023-05-19T09:25:56Z dg43tfdfdgfd