বিশ্বের দামি গাড়িগুলির মধ্যে অন্যতম একটি হলো ল্যাম্বরগিনি। গাড়ি নিয়ে যাঁরা ঘাটাঘাটি করেন, তাঁদের অনেকের মধ্যেই এই গাড়ির প্রতি বিশেষ প্রেম রয়েছে। তাই রাস্তায় হঠাৎ ল্যাম্বরগিনির লম্বা লাইন দেখলে মুখ হাঁ হয়েই যায়। তাও আবার মুসৌরির মতো জায়গায়। মুসৌরির নাম উঠলেই পাহাড়, গাছ-গাছালি, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ছবিই চোখে ভেসে ওঠে। সেই জায়গাই এ বার কার্যত প্লেগ্রাউন্ডে পরিণত হলো। রাস্তায় দেখা গেল ল্যাম্বরগিনির মেলা।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শিরিষ চন্দ্রন নামের এক সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পাহাড়ের রানিকে। আর মুসৌরির পথে সারি সারি ল্যাম্বরগিনি। ৭১ টি গাড়ির কার্নিভাল। যা দেখে থমকে গেলেন পথচারী থেকে বাইকাররা। এই যাত্রা দেখতে রাস্তার দু' ধারে জড়ো হয়েছেন বহু মানুষজন। অনেকেই উত্তেজিত হয়ে পড়েন ল্যাম্বরগিনি দেখে। তাঁদের মধ্যে অনেককেই আবার ছবি তুলতেও দেখা যায় সেই গাড়ির কার্নিভালের।
এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে শিরিষ জানিয়েছেন, ৭১ ল্য়াম্বরগিনি দেখে থমকে গিয়েছে মুসৌরি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ল্যাম্বরগিনি গিরো কনভয়ের জন্য সমস্ত ট্রাফিক বন্ধ করতে স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষ এগিয়ে এসেছে। আপনি মুসৌরি শহরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে থাকলে জানবেন যে, এখানকার ট্রাফিকের কী দশা। এর মধ্যে দিয়ে এই সুপারকার কনভয় গেল। তাছাড়া ল্যাম্বো কনভয় দেখে সকলে যা আনন্দিত হয়েছেন, তা অবিশ্বাস্য। সর্বোপরি ভিতর থেকে আমরা সকলেই 8 বছর বয়সী এই চটকদার গাড়িগুলির প্রেমে পড়েছি।'
এই দিকে এই ভিডিয়ো পোস্ট করার পর মুহূর্তেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিয়োটি ২ লক্ষের কাছাকাছি লাইক কুড়িয়ে নিয়েছে। নেটিজ়েনরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'মানুষের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গাড়িকে। ট্রাফিক ব্লক করে দেওয়া হয়েছে। আর বোকা জনতা হাত নাড়িয়ে খুশি হচ্ছে।' সচিন নামের ব্যক্তি আবার 'পঞ্চায়েত ৩'-এর ডায়ালগ নকল করে লিখেছেন, 'বিনোদ দেখতে পাচ্ছো কী ভাবে ধনীদের জন্য দরিদ্রদের আটকে দেওয়া হচ্ছে।'
এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP 2024-09-30T12:57:58Z dg43tfdfdgfd