নয়াদিল্লি: সীতারাম ইয়েচুরির স্মরণসভায় গিয়ে প্রয়াত সিপিএম নেতাকে নিজের বন্ধু বলে সম্বোধন করলেন রাহুল গান্ধি৷ বিরোধী দলনেতা স্বীকার করে নিলেন, অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কংগ্রেসের সেতুবন্ধনের কাজ করতেন ইয়েচুরিই৷একই সঙ্গে রাহুল জানালেন, শেষ সাক্ষাতে অসুস্থ ইয়েচুরিকে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়েছিলেন৷ রাজনীতিবিদ হিসেবে ইয়েচুরির রাগ এবং জেদ ছিল না বলেও এ দিন সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের প্রশংসা করেন রাহুল গান্ধি৷গত ১২ সেপ্টেম্বর প্রয়াত হন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ শুক্রবার নয়াদিল্লিতে ইয়েচুরির স্মরণসভার আয়োজন করেছিল সিপিএম৷ তৃণমূল বাদে বিরোধী শিবিরের প্রথম সারি প্রায় সব দলের নেতারাই সেখানে উপস্থিত হয়ে প্রয়াত সিপিএম নেতার স্মৃতিচারণ করেন৷ কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে৷আরও পড়ুন: ‘জ্যোতি বসু সেদিন প্রধানমন্ত্রী হলে…’, ইয়েচুরির স্মরণসভায় সিপিএমের অস্বস্তি বাড়ালেন ফারুখ আবদুল্লাহরাহুল গান্ধি বলেন, ‘উনি শেষ যেদিন আমার মায়ের সঙ্গে দেখা করতে এলেন, দেখলাম উনি কাশছেন৷ তখনই আমি বুঝেছিলেম যে আমার মায়ের মতো উনিও হাসপাতালে যেতে চান না৷ সেদিনই আমি ওনাকে বললাম যে আপনাকে হাসপাতালে যেতে হবে৷ এবং উনি যাতে সোজা হাসপাতালে যান, তা নিশ্চিত করেছিলাম৷ সেদিনই আমার বন্ধুর সঙ্গে শেষ বার দেখা হয়েছিল৷’স্মৃতিচারণা করে রাহুল আরও বলেন, ‘অন্যান্য দলগুলির সঙ্গে কংগ্রেসের সেতুবন্ধনের দায়িত্ব পালন করতেন সীতারাম ইয়েচুরি৷ আর পাঁচজন রাজনীতিবিদের মতো ওনার রাগ এবং জেদ ছিল না৷ উনি আমার বন্ধু ছিলেন৷’বিরোধী দলনেতা আরও বলেন, ‘সীতারাম ইয়েচুরি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আপনি বিশ্বাস করতে পারবেন৷ এবং চরম চাপের মুখেও উনি আপোস করতেন না৷ দেশের স্বার্থই তাঁর কাছে প্রথম অগ্রাধিকার পেত৷ আমি আমার বন্ধুকে নিয়ে গর্বিত৷’
2024-09-28T18:16:49Z dg43tfdfdgfd