১৬তম বিয়ে করতে চলেছেন আফ্রিকা মহাদেশের ইসোয়াতিনির রাজা তৃতীয় মাসওয়াতি। ৫৬ বছর বয়সী রাজার পাত্রী ২১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার কন্যা নোমসেবো জুমা। আফ্রিকার ইসোয়াতিনিতে এখনও রাজতন্ত্র কায়েম রয়েছে।
তবে বর্তমানে ইসোয়াতিনির রাজার স্ত্রী রয়েছেন ১১ জন। ইসোয়াতিনির মুখপাত্র সংবাদসংস্থা বিবিসি-কে জানিয়েছেন, এই বিয়ের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। পাত্র এবং পাত্রী একে অন্যকে ভালোবাসেন। সেই কারণেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এক্ষেত্রে পাত্র-পাত্রীর বয়সের ব্যবধান বড় কথা নয়।'
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে ছিলেন জ্যাকব জুমা। অন্যদিকে, রাজা তৃতীয় মাসওয়াতি প্রায় ৩৮ বছর ধরে ক্ষমতায়। একাধিক বিয়ে করার জন্য তিনি খবরের শিরোনামে আসেন। সমালোচকদের দাবি, দেশের অধিকাংশ মানুষই গরিব। রাজা বিরোধীদের সঙ্গে সঠিক আচরণ করেন না বলেও অভিযোগ রয়েছে।
ইসোয়াতিনিতে জনসংখ্যা প্রায় ১১ লাখ। সেখানে এইচআইভি থেকে শুরু করে এইডস-এর মতো রোগের সংক্রমণের হার উদ্বেগজনক। জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বিস্তর। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে এখনও আদালতে মামলা চলছে। তাঁর নবগঠিত দল 'এমকে' এ বছরের দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে অংশ নিলেও তৃতীয় স্থানে থাকে। জ্যাকব জুমারও একাধিক স্ত্রী রয়েছেন। তাঁর ২০ জন সন্তান রয়েছে বলে জানা যায়। ২০১২ সালে তাঁর বিরোধী দলের নেতারা অভিযোগ এনেছিল, জুমার স্ত্রীদের জন্য বিপুল খরচ হয়। ফলে ওই দেশকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাজা তৃতীয় মাসওয়াতির পরিবারের সঙ্গে তাঁর আগে থেকেই পারিবারিক সম্পর্ক ছিল।
এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP 2024-09-05T07:09:02Z dg43tfdfdgfd