BENGALURU MURDER LATEST: বেঙ্গালুরুর তরুণীকে ৫০ টুকরো করে খুনের ঘটনায় সন্দেহভাজনের আত্মহত্যা! গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বেঙ্গালুরুতে সদ্য এক ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর মৃতদেহের ৫০ টি টুকরো। সেই ঘটনার তদন্তে নেমে, পুলিশ কর্ণাটকর ছাড়িয়ে ভিনরাজ্যে পা রেখেছিল, অভিযুক্তের খোঁজে। এদিন ওড়িশার ভদ্রকে বেঙ্গালুরুর ঘটনায় সন্দেহভাজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, মুক্তিরঞ্জন রায় বেঙ্গালুরুর ঘটনায় সন্দেহভাজন ছিলেন। তাঁর দেহ এদিন ওড়িশার ভদ্রক থেকে উদ্ধার হয়েছে। ভদ্রকের এক গ্রামের মধ্যে একটি গাছে তাঁর দেহ ঝুলছিল বলে খবর। এর আগে বেঙ্গালুরুতে মহালক্ষ্মী নামে ওই মহিলার দেহের ৫০ টি খণ্ড উদ্ধার হয়। ফ্রিজে রাখা ছিল দেহ খণ্ড। তারপর থেকেই শুরু হয় পুলিশি তদন্ত।

(বিস্তারিত আসছে।)

2024-09-25T17:28:38Z dg43tfdfdgfd