CM KEJRIWAL: পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের, ভোটপ্রস্তুতির রণকৌশলে আপ

Kejriwal stepping down: ভারতীয় রাজনীতিতে দুর্নীতির অভিযোগে পদত্যাগের নমুনা ইদানিং তেমন নেই। সেই ক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে জাতীয় রাজনীতিতে মডেল বা আদর্শ হতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো কেজরিওয়াল ও বেশ কয়েকজন আপ নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত জামিন দিলেও শর্ত দিয়েছে, সচিবালয়ে কেজরিওয়াল প্রবেশ করতে পারবেন না।

পাশাপাশি রাজ্যপালের সই দরকার, এমন ফাইল ছাড়া অন্য ফাইলে তিনি সইও করতে পারবেন না। এই শর্তগুলোকে রীতিমতো অপমানজনক বলেই মনে করছে আম আদমি পার্টি। দল এবং সরকারের প্রতি জনসমর্থন অক্ষুণ্ণ রাখতে তাই পালটা রণকৌশলের পথে হেঁটেছে আপ। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন।

সমর্থকরাও রীতিমতো উদভ্রান্ত

দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, 'কেজরিওয়াল কয়েক মাস জেলে ছিলেন। আমাদের সমর্থকদের একাংশও বিশ্বাস করতে শুরু করেছেন যে কেজরিওয়াল এবং আপের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোয় কিছু সত্যতা আছে। উলটোদিকে কেজরিওয়াল বরাবর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এটাই তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু। আপও সেইভাবেই বেড়ে উঠেছে। নতুন পদক্ষেপ নিয়ে দলের সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করার প্রয়োজন ছিল।'

কেন কেজরিওয়াল পদত্যাগ করেননি?

আপের এক অন্যতম শীর্ষ নেতা বলেছেন, 'কেজরিওয়াল যে লড়াই চালিয়ে যাবেন, সেই বার্তা দেওয়াটা জরুরি ছিল। তিনি জেলে যাওয়ার পরেও পদত্যাগ করেননি। এটা সেই লক্ষ্যেই নেওয়া একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কারণ, বিজেপি চেয়েছিল কেজরিওয়ালকে পদত্যাগ করিয়ে তাঁকে জেলে পাঠাতে। কেজরিওয়াল আবার জামিন পাওয়ার অপেক্ষায় ছিলেন। এবার তিনি নিজে থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।' 

আপের নতুন কৌশল

আপের এক সূত্র জানিয়েছে, 'বেশিরভাগ বিধায়ককে সময়ের আগে সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এতদিন পর্যন্ত ঘরে ঘরে প্রচারের সময়, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের হয়ে আম আদমি পার্টি ভোট চেয়েছে। এবার সেই বার্তা বদলে আপ নির্বাচনে লড়বে। বিশেষ করে কোনও নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলে, আপের বার্তাও বদলে যাবে।'

আরও পড়ুন- জেলে পরিপক্ক কেজরিওয়াল, জামিন পেয়েই হাঁকাচ্ছেন ছক্কা?

আম আদমি পার্টি সূত্রে খবর, আপাতত ক্ষমতায় থাকলেও বেশিদিন সরকার চালাতে চাইছে না আপ। তবে, আপাতত হাতে কিছু সময় চাইছে। নতুন ভোটার তালিকা তৈরি হয়ে গেলেই, সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনের পথে হাঁটতে পারে দল। সেটা আগামী বছরের গোড়ায় হতে পারে। এমনটাই জানা গিয়েছে, আপ সূত্রে।   

2024-09-16T10:52:25Z dg43tfdfdgfd