COMMENT ON CONSTITUTION :'গোয়ায় ভারতীয় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-কং প্রার্থীর বিতর্কিত মন্তব্য, পাল্টা দিলেন মোদী

গোয়ায় কংগ্রেসের প্রার্থী ভিরিয়াতো ফার্নান্ডেজের মন্তব্যে নতুন করে ঝড় উঠেছে বিতর্কের। দক্ষিণ গোয়ার ওই প্রার্থী দাবি করেছেন, ১৯৬১ সালে পর্তুগিজদের হাত থেকে গোটা স্বাধীনতা পেতেই, তার উপর ভারতের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য ২০১৯ সালে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলা কালে বলেছিলেন দক্ষিণ গোয়ার কংগ্রেস প্রার্থী ভিরিয়াতো ফার্নান্ডেজ। সেই মন্তব্য ঘিরে, এবার কংগ্রেসকে একহাত নিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণ গোয়ায় এক সভায় কংগ্রেসের প্রার্থী ভিরিয়াতো ফার্নান্ডেজ ভাষণের সময় গোয়ার বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়ার দাবি তোলেন। তাঁর দাবি, গোয়ার বাসিন্দাদের পর্তুগাল ও ভারত দুই দেশেরই নাগরিকত্ব দেওয়া উচিত। তাঁর দাবি, পর্তুগালেরও পাসপোর্ট তাঁদের প্রাপ্য। এই বিষয়ে বলতে গিয়ে ভিরিয়াতো ফার্নান্ডেজ বলেন,' আমরা (রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার সময়) ১২ দফা দাবি তুলেছিলাম, যার মধ্যে একটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, গান্ধী জিজ্ঞাসা করেছিলেন যে এই জাব কি সাংবিধানিক? আমি বলেছিলাম না। আমি ব্যাখ্যা করি যে ভারতীয় সংবিধান কার্যকরি হয়েছে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, আর ১৯৬১ সালে পর্তুগিজ শাসন থেকে গোয়া যখন স্বাধীন হয়, তখন আপনারা (কেন্দ্রীয় সরকার) সংবিধান জোর করে চাপিয়ে দিয়েছিলেন, আমরা তার মধ্যে ছিলাম না।'

( ‘আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে’,তোষণ ইস্যুতে মোদীর মন্তব্যে ফুঁসলেন প্রিয়াঙ্কা, কমিশনে কংগ্রেস)

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে সরব হয়ে দক্ষিণ গোয়ার কংগ্রেস প্রার্থীর মন্তব্যকে নিয়ে পাল্টা তোপ দাগেন মোদী। মোদী দাবি করেছেব, দশক প্রাচীন পার্টি কংগ্রেস ‘স্বাধীনতার পর দিন থেকে তোষণকে প্রশ্রয় দিচ্ছে।’ মোদী বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় দলিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর অংশগ্রহণ সহ্য করতে পারছে না। এখন দল বড় খেলা শুরু করেছে। এর আগে কর্ণাটকের একজন কংগ্রেস সাংসদ বলেছিলেন যে দক্ষিণ ভারতকে আলাদা দেশ ঘোষণা করা উচিত, এখন গোয়ার একজন কংগ্রেস প্রার্থী বলেছেন যে গোয়াতে ভারতীয় সংবিধান প্রযোজ্য নয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,'তিনি বলছেন গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে... এটা কি বাবাসাহেব আম্বেদকরের অপমান নয়? এটা কি সংবিধানের অবমাননা নয়? এটা কি ভারতের সংবিধানের সঙ্গে কাটাছেঁড়া করা নয়?' মোদী বলেন, 'কংগ্রেস প্রার্থী প্রকাশ্যে এই বিবৃতি দিয়েছেন যার অর্থ তাঁর নেতার সমর্থন রয়েছে এতে'।

2024-04-23T17:55:02Z dg43tfdfdgfd