Kaliganj Incident: তামান্নার বিচারের দাবিতে SFI- DYFI-র অভিযানে ধুন্ধুমার
ABP Ananda LIVE: তামান্নার বিচারের দাবি, বামেদের বিক্ষোভে তুলকালাম। কৃষ্ণনগরে SP অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বোমায় নিহত তামান্না, এখনও অধরা ১৪। বিচারের দাবিতে SFI- DYFI-র অভিযানে ধুন্ধুমার। ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার ওঁর মিশন সম্পূর্ণ হয়েছে, ঈশ্বর এবং গোটা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শুভাংশুর বাবার। ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla) আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে।
2025-07-15T14:30:20Z
Indian Alliance meeting: সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বৈঠকে ইন্ডিয়া জোট
ABP Ananda LIVE : সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বৈঠকে ইন্ডিয়া জোট । অনলাইন ইন্ডিয়া জোটের বৈঠক, যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে সনিয়া, রাহুল, অভিষেক, উদ্ধব, ওমর-সহ বিরোধী দলের নেতারা। ইন্ডিয়া জোটের বৈঠকে নেই আম আদমি পার্টি। West Bengal News: ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি! ইঞ্জেকশন দেওয়ার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ ৯ প্রসূতি! শুক্রবার রাতে প্রসূতিদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। প্রসূতিদের মধ্যে কারও শ্বাসকষ্ট, কারও জ্বর, অভিযোগ পরিবারের। অভিযোগ পেয়ে রাতেই হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে অসুস্থদের, CCU-তে ২জন: সূত্র। অসুস্থতার কারণ এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের। 'সংশ্লিষ্ট ওষুধ, ইঞ্জেকশন ও স্যালাইন সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। রাতেই তদন্ত কমিটি গঠন', জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের। ইঞ্জেকশনকাণ্ডের প্রতিবাদে সুপারের ঘরে বাম-বিজেপির বিক্ষোভ
2025-07-19T16:30:20Z
PM Modi: শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূলকে সরাসরি আক্রমণে প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: শিল্পনগরী দুর্গাপুরের সভা থেকে, শিল্প নিয়েই তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন--- "তৃণমূলের গুন্ডা ট্য়াক্স পশ্চিমবঙ্গে বিনিয়োগের পথে বাধা। বিনিয়োগের ক্ষেত্র মাফিয়ার কব্জায়। তারা পশ্চিমবঙ্গে লগ্নিতে বাধা দেয়।" সিন্ডিকেটরাজ, গুন্ডা ট্য়াক্স, মাফিয়ার মতো বাছা বাছা সব শব্দবন্ধ ব্য়বহার করে নরেন্দ্র মোদি বলেন--- "আমি জানি, পশ্চিমবঙ্গে যত সম্ভাবনা আছে, তা দেখে, সারা বিশ্বের বিনিয়োগকারীরা এখানে লগ্নি করতে চাইবেন। কিন্তু, তাঁরা যখন দেখেন, এখানকার সিন্ডিকেটরাজ, কীভাবে এখানে টাকা তোলা হয়, ব্য়বসায়ীদের থেকে টাকা তোলা হয়, কীভাবে তৃণমূলের লোকেরা ভাঙচুর এবং কাজ বন্ধের হুমকি দেয়, তখন তারাও ভয়ে পালিয়ে যায়।" পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি সরাসরিই আহ্বান জানান--- "তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও।" পাল্টা তৃণমূল অবশ্য় বলছে, 'প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা সত্য়ের অপলাপ। পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা'।
2025-07-19T03:15:18Z