প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ফের ধুন্ধমার বেসরকারি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের গেট আটকে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজনেরা। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। গতকাল ঘটনাটি ঘটেছে। অভিযোগ সিজার করতে গিয়ে প্রসূতির মূত্রনালি কেটে ফেলায় তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতার নাম ইশরত জাহান (২৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রসূতির কিডনি সংক্রান্ত সমস্যা ছিল, পরপর দু-বার কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়েছে তাঁর।
এ দিন রোগীর আত্মীয়দের বিক্ষোভে রণক্ষেত্রের আকার নেয় হাসপাতাল চত্বর। উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি করে পরিবার।
আর জি করকাণ্ডের আবহেই সাগর দত্ত মেডিক্যালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনায় ছড়ায় হাসপাতালে। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে ফের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ঘটনা পরিস্থিতি উসকে দিয়েছে।
মৃতার পরিবার সূত্রে খবর, গত ২০ সেপ্টেম্বর প্রসবের জন্য শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ২১ তারিখ তিনি সন্তান প্রসব করেন। তবে সন্তান সুস্থ থাকলেও অভিযোগ, সেই সময়েই ডাক্তারেরা ভুল অস্ত্রোপচার করে প্রসূতির মূত্রথলি কেটে ফেলেছিলেন। তার জেরেই মৃত্যু। মৃতার পরিবার এও জানিয়েছে এই ঘটনার পরই নানান অজুহাত দিতে শুরু করেছিলেন চিকিৎসকরা। কখনও সুগার কখনও আবার কিডনির সমস্যার কথা বলেছেন। এর পর শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে পরিবারকে জানানো হয় যে তরুণীর মৃত্যু হয়েছে। আর এই খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। চলে ভাঙচুর। হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গেও।
2024-09-30T10:45:36Z dg43tfdfdgfd