এই সময়: বছর বছর যে ভাবে বিদেশি পড়ুয়ার ভিড় বাড়ছে, তাতে বাড়িভাড়ার অঙ্ক আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বিদেশি পড়ুয়া নেওয়ার ব্যাপারে রাশ টানতে তৎপর অস্ট্রেলিয়া। ২০২৫ সালে তারা ২.৭ লক্ষের বেশি বিদেশি পড়ুয়া নেবে না, জানিয়ে দিয়েছে তারা। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় পড়ুয়ারা। কারণ, ক্যানাডা, আমেরিকা এবং ব্রিটেনের পর ভারতীয় পড়ুয়াদের চতুর্থ পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার জানিয়েছেন, উচ্চশিক্ষার পাশাপাশি ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং কোর্সের জন্যও ওই স্টুডেন্ট ক্যাপ প্রযোজ্য হবে। ইতিমধ্যেই বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে অ-ফেরতযোগ্য ভিসা ফি ৭১০ অস্ট্রেলিয়ান ডলারের থেকে বাড়িয়ে ১,৬০০ ডলার করে অভিবাসন কমানোর পথে হেঁটেছে অস্ট্রেলিয়া।
ভারতের পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি পড়ুয়া বিদেশে পড়তে যান। অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি-র সদস্য সুনীল জাগ্গির কথায়, '২০২২-এর জুনে অস্ট্রেলিয়া বিদেশি পড়ুয়ার ইনটেক ৫.১০ লক্ষে বেঁধে দিয়েছিল। ২০২৩ সালে সেটা কমিয়ে ৩.৭৫ লক্ষ করা হয়। এখন সেই ক্যাপ আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা শুধু ভারতীয় নয়, সব বিদেশি পড়ুয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে দেশভিত্তিক, পরে রাজ্যভিত্তিক কোটা বণ্টন করবে। যে সব পড়ুয়ারা আগামী ফেব্রুয়ারিতে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অস্ট্রেলীয় প্রশাসনের নতুন সিদ্ধান্তে তাঁরা প্রভাবিত হবেন, তার মধ্যে পাঞ্জাবের পড়ুয়াই বেশি।' ভারতীয় বিদেশ মন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় পড়ছেন অন্তত ১.২২ লক্ষ ভারতীয় পড়ুয়া।
অস্ট্রেলিয়ায় পড়ার খরচ বেশি, ফলে অনেকে পরিবারই ঋণ নিয়ে ছেলেমেয়েকে পড়তে পাঠান। হরিয়ানার তেমনই এক পড়ুয়ার বক্তব্য, 'অস্ট্রেলিয়ায় নার্সিং পড়তে যাব বলে আমার পরিবার ইতিমধ্যেই ঋণ নিয়েছে। এখন যদি আমি যেতেই না পারি, আমার কেরিয়ারে বড়সড় ক্ষতি হয়ে যাবে।' অন্য এক ছাত্রের বক্তব্য, 'ভারতীয় পড়ুয়াদের দৃষ্টিভঙ্গি এবং সমস্যার কথা অস্ট্রেলিয়ার প্রশাসনের সামনে ভারত সরকারেরই তুলে ধরা উচিত।'
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী গত বছরই ভারত সফরে এসেছিলেন, তখনই অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় পড়ুয়াদের পড়ার সুযোগ বাড়ানোর ব্যাপারে চুক্তি হয়েছে। গত বছরের স্বাক্ষরিত চুক্তি ভারতীয় পড়ুয়াদের কোনও বিশেষ সুবিধা দিতে পারে কি না, সেটাই দেখার।
এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP 2024-08-29T09:26:06Z dg43tfdfdgfd