আমেরিকার আশঙ্কাই সত্যি হল। ইজরায়েলকে ‘টার্গেট’ করে ইরান মিসাইল ছুড়েছে বলে দাবি করল বেঞ্জামিন নেতানিয়াহুয়ের দেশের সামরিক বাহিনী। উল্লেখ্য, বুধবার ইরানেই মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ আছে। কিন্তু ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গি সংগঠনের উপরে হামলা চালানোর পরে মধ্য-প্রাচ্যে যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি আছে বলে দাবি করে এএফসিকে সেই ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে সবুজ-মেরুন বাহিনী। আর তার জেরে মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে একটি মহলের তরফে আশঙ্কা তৈরি করা হচ্ছিল। কিন্তু যে অঞ্চলে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, সেখানে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানকে শাস্তি দেওয়া আদৌও উচিত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে এল ইজরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির পরে।
(বিস্তারিত পরে আসছে)
2024-10-01T17:31:22Z