KARGIL VIJAY DIWAS : 'এখনও শিক্ষা হয়নি!' কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে দ্রাসে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়েই পাকিস্তানের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, 'ওদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।'

১৯৯৯ সালের যুদ্ধে ২৬ জুলাই দিনটিতে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। সেই জয়ের স্মরণেই প্রতিবছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। শুক্রবার সেই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাস থেকে দেশের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'সন্ত্রাসবাদ এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বারবার ভারতে আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু, কখনওই সফল হয়নি। আগামীদিনেও পারবে না। তা সত্ত্বেও পাকিস্তানের শিক্ষা হয়নি। যুদ্ধ এবং সন্ত্রাসবাদী হামলার ইন্ধন জুগিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছে ওরা।'

পড়শি দেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে নরেন্দ্র মোদী এদিন বলেন, 'আজ আমি এমন একটি জায়গা থেকে বক্তব্য রাখছি, যেখান থেকে সন্ত্রাসবাদের মাথারা সরাসরি শুনতে পাবেন। শুনুন, আপনাদের জঘন্য পরিকল্পনা কখনওই সফল হবে না। আমাদের সেনা সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেবে। শত্রুদের মুখের উপর জবাব দেবে ভারতের জওয়ানরা।'

এখানেই শেষ নয়। ৩৭০ অবলুপ্তির পর নয়া কাশ্মীর তৈরি হয়েছে বলে ফের একবার জোর গলায় দাবি নরেন্দ্র মোদীর। তিনি এ দিন বলেন, 'লাদাখ হোক কিংবা জম্মু-কাশ্মীর, ভারতের উন্নয়নের পথে যারা বাধা হবে সেনা তাদের যোগ্য জবাব দেবে। আগামী ৫ অগাস্ট ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত হওয়ার পাঁচ বছর পূর্তি। নতুন স্বপ্ন, নতুন ভবিষ্যতের কথা বলছে জম্মু ও কাশ্মীর। পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশিই সেখানে পর্যটনের ক্ষেত্রেও বড় পরিবর্তন চোখে পড়ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল চালু হয়েছে। সাড়ে তিন দশক পর শ্রীনগরে শান্তিপূর্ণবাবে তাজিয়া বের হয়েছে। শান্তি এবং সম্প্রীতি ফিরছে আমাদের ভূস্বর্গে।'

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার ঘটনা নিয়ে সরব বিরোধীরা। সরকারের তীব্র সমালোচনা করেছে ইন্ডিয়া জোট।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-26T06:11:15Z dg43tfdfdgfd