সারা রাজ্য জুড়ে প্রতিবাদের গর্জন। নারী সুরক্ষায় নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ এবং তারকারাও। কিন্তু তাতেও যেন অন্যায় কমছে না। একদিকে যেমন শহর থেকে জেলা প্রতিবাদে মুখর। মেয়েদের সঙ্গে হয়ে থাকা প্রতিদিনের অন্যায়, আর মেনে নেওয়া সম্ভব নয়। দিনের পর দিন রাস্তায় থেকে আন্দোলন করছে সাধারণ মানুষ। তার মাঝে শহরে পাঁচতারা হোটেলে এক সংগীতশিল্পীর সঙ্গে হল ভয়ংকর ঘটনা।
অভিযোগকারীনি একজন সংগীতশিল্পী। টেলিভিশনের জনপ্রিয় একটি শোয়ে তিনি ছিলেন। মঙ্গলবার রাত্রি বেলা এক বন্ধুর জন্মদিন পালনের জন্য পাঁচতারা বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার অন্যান্য বন্ধু এবং বোনও। সেখানেই ঘটে এই, অপ্রীতিকর ঘটনা। শিল্পী জানিয়েছেন, মধ্য বয়স্ক দুজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন।
আরও পড়ুন - Swastika Mukherjee: 'আমি সন্দীপ ঘোষ নই, রেপ করিনি...', যা করবি কর বলেই গর্জন স্বস্তিকার
যেখানে তিনি এবং তার বন্ধুরা, জন্মদিন উপলক্ষে বেশ আনন্দই করছিলেন সেখানে হঠাৎ করে এরকম দুজনকে দেখে তারা অবাক হয়ে পড়েন। অভিযোগকারীনি পুলিশকে জানিয়েছেন, ওই দুই অভিযুক্ত, শুধু অশালীনভাবে স্পষ্ট করেছিলেন এমনই না, বরং তাঁর বন্ধুর স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁর সঙ্গে জোর করে নাচতে চান। অনুষ্ঠান এক মহিলা শিল্পী গান গাইছিলেন, তাঁকেও চূড়ান্ত বিরক্ত করেন। অনেকবার বারণ করা হয় বাধা দেওয়া সত্ত্বেও যখন তারা থামলেন না, তখন হোটেলের নিরাপাতা রক্ষীদের বিষয়টি জানানো হয়। এবং পরবর্তী থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন - Jeetu Kamal-Aparna Sen: 'দিদি তুমি কার?', অপর্ণা সেনের ছবি পোস্ট করে খোঁচা জিতু কমলের
সাংঘাতিক হেনস্থা এবং শ্লীলতাহানির মুখে পড়ে, তারা যখন হোটেলের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চান। সেটা দিতে অস্বীকার করা হয়। শিল্পী জানিয়েছেন, পুলিশ আসার আগেই, হোটেলের নিরাপত্তা রক্ষীরা সেই দুই অভিযুক্তকে খাবারের বিল মিটিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, সেই দুই অভিযুক্তের একজন প্রবাসী ভারতীয়। নাম অরুণ কুমার। থাকেন ইতালিতে। দ্বিতীয় জন, রিঙ্কু গুপ্তা। কলকাতার বৌবাজার এলাকার লোক।
2024-09-04T11:17:16Z dg43tfdfdgfd