NARENDRA MODI: রাষ্ট্রসঙ্ঘের সভায় যোগ দিলেও ইউনূসের সঙ্গে বৈঠক নয় মোদীর

রাষ্ট্রসঙ্ঘের সভায় যোগ দিলেও বাংলাদেশের সরকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠক করছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার মধ্যেই মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিল বাংলাদেশ। এই জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করাও হয়। কিন্তু ভারত তাতে সাড়া দিচ্ছে না। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত মুহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন না।

আগামী সপ্তাহেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভা। তাতে যোগ দিতে যাচ্ছেন মোদী এবং ইউনূস দু'জনেই। নিউ ইয়র্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-সহ একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও দ্বিপাক্ষিক আলোচনা বা বৈঠক হবে না বলে জানা গিয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনার সরকারের পরে বাংলাদেশে বেড়েছে ভারত-বিরোধিতা। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত রাখার কথা বলেছে। কিন্তু ইউনূস এবং বাংলাদেশের সরকারের উপদেষ্টারা যে মন্তব্য করেছেন সেটা ভালো চোখে দেখছে না দিল্লি।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। বাংলাদেশে এখন হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। বাংলাদেশে ফেরত নিয়ে গিয়ে হাসিনাকে বিচারের মুখোমুখি করাতে চাইছেন ইউনূস। একাধিক বার হাসিনাকে প্রত্যর্পণ করার কথা বলেছেন ইউনূস। এই সঙ্গে ভারতে থেকে হাসিনার দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলেছেন তিনি। তিস্তা চুক্তি নিয়েও ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে বাংলাদেশ।

বিশেষজ্ঞদের মতে, এই রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ইউনূস জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামের মতন চরমপন্থী দল এবং সংগঠনগুলির সঙ্গে যে নীতি নিয়ে চলছেন সেটাও ভালো চোখে দেখছে না দিল্লি।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার পাশাপাশি চতুর্দেশীয় ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন মোদী। কিন্তু বাংলাদেশের সরকারে প্রধানের সঙ্গে আলাদা বৈঠক হচ্ছে না তাঁর।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইউনূসের কথাবার্তা এবং সেখানে হিন্দুদের উপর হামলার ঘটনাকে ভালো চোখে নিচ্ছে না নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভার ফাঁকে নিউইয়র্কে মোদীর বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। কিন্তু মোদী-ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-09-19T12:22:19Z dg43tfdfdgfd