OBAMA SUPPORTS KAMALA HARRIS : 'তুমি দুর্ধর্ষ প্রেসিডেন্ট হবে!' ভারতীয় বংশোদ্ভূত কমলাকে সমর্থন ওবামার

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। বদলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন। এবার ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে সমর্থন জানালেন বারাক ওবামা।

কমলা হ্যারিসের উদ্দেশে আমেরিকার প্রাক্তন এই কৃষাঙ্গ প্রেসিডেন্ট বলেন, 'আমি এবং আমার স্ত্রী মিশেল গর্বের সঙ্গে তোমায় সমর্থন জানাচ্ছি। নির্বাচনে জয় এবং ওভাল অফিসে তোমায় দেখার জন্য আমরা সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেব।' কমলা হ্যারিসের সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের একটি ছোট ভিডিয়োও পোস্ট করেছে বারাক ওবামা। প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার সংযোজন, 'আমি তোমার জন্য গর্বিত কমলা। এটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তোমায় সমর্থন করতে পেরে আমি এবং বারাক দু'জনেই খুব খুশি। তোমার ইতিবাচক মনোভাব, বুদ্ধিদীপ্ত আচরণ, সকলকে আশার আলো দেখানোক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। তোমার পাশে আমরা সর্বতভাবে রয়েছি।'

বারাক ওবামা জানান, কিছুদিন আগেই তিনি ও স্ত্রী মিশেল স্থির করেছিলেন, কমলা হ্যারিস একজন দুর্ধর্ষ প্রেসিডেন্ট হবেন। দেশের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে জয়ী করার লক্ষ্যে তাঁরা সবরকম প্রচেষ্টা চালাবেন বলেও জানান কৃষ্ণাঙ্গ এই ডেমোক্র্যাট।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিস বলেন, 'ধন্যবাদ আপনাদের দু'জনকেই। আপনাদের সমর্থন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে বেশ মজাই হবে।'

ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত বারাক ওবামা। তিনিই ছিলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আমেরিকার সবচেয়ে বড় তহবিল সংগ্রহের ক্ষেত্রে জো বাইডেনকে সাহায্য করেছিলেন বারাক ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত সমর্থনও অর্জন করে ফেলেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তাঁর নাম দীর্ঘদিন ধরেই জল্পনায় উঠে আসছিল। তাঁর প্রতিশ্রুতি, 'আগামী কয়েকমাসের মধ্যে আমেরিকার বিভিন্ন শহরে পৌঁছে যাব। সকলের সঙ্গে কথা বলব। দল এবং দেশকে এককাট্টা করতে উদ্যোগ নেব। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করবই।' কমলা হ্যারিস জোর গলায় বলেন, 'আমরা নভেম্বরে জিততে চলেছি।' জো বাইডেনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে কমলা হ্যারিস বলেন, 'প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেন আমাকে সমর্থন জানানোয় আমি সম্মানিত। তবে আমি এই মনোনয়ন অর্জন করতে চাই। এই ডেমোক্র্যাটিক দলকে ঐক্যবদ্ধ করতে আমি সবকিছু করব। ট্রাম্প এবং তাঁর প্রোজেক্ট ২০২৫-কে হারাব আমরা। আমাদের কাছে নির্বাচনের জন্যে আর মাত্র ১০৭ দিন আছে। একসঙ্গে আমরা লড়ব এবং জিতব।'

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-26T10:42:11Z dg43tfdfdgfd