‘ধন্যি মেয়ে বটে। ঢের ঢের দেখিয়াছি, কিন্তু এমন মেয়ে মানুষ দেখি নাই।’— এমনটাই মনে করে গুরুজি লীলানন্দ স্বামীর ভক্ত মেয়ের দল। নাম তার দামিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ উপন্যাসের অন্যতম মুখ্য চরিত্র। ‘দামিনী’ শব্দের অর্থ ‘বিদ্যুৎ’। নামের সঙ্গে তার চরিত্রটিও শাণিত উজ্জ্বল হয়ে ওঠে উপন্যাসে।
সে যেন শ্রাবণের মেঘের ভিতরকার দামিনী। বাইরে সে পুঞ্জ পুঞ্জ যৌবনে পূর্ণ, অন্তরে চঞ্চল আগুন ঝিকমিক করে ওঠে। সে প্রতিবাদী, বিদ্রোহিনী। স্বামী শিবতোষের মৃত্যুর পর তার সাজপোশাকে বৈধব্যের লক্ষণ দেখা যায় না, নব জীবনের স্বপ্ন দেখা যায়। লীলানন্দ স্বামীর আর এক ভক্ত শচীশ। তাকেই দামিনী আপন আরাধ্য দেবতা মানে।
দামিনী একমাত্র শচীশকে গুরু হিসেবে পেতে চায়। শচীশ তা মেনে নেওয়ার পর, দামিনীর যে ‘অসহ্য দীপ্তি’ ছিল, তার আলোটুকু থাকে, তাপ থাকে না।
লেখাটি পাঠিয়েছেন: সোহিনী রায়চৌধুরী
নিউ বালিগঞ্জ, কসবা, কলকাতা
এমন আর কোন কোন চরিত্র আছে যাদের নামের অর্থ থেকেই মালুম হয় তাদের কীর্তিকলাপ এবং বৈশিষ্ট্য?
আপনাদের এ রকম আরও চরিত্র মাথায় এলে নিশ্চয়ই হাত নেড়ে আপনার নাম এবং ঠিকানা সহ লিখে
জানাবেন সঙ্গের এই ই-মেল ঠিকানায়:
2023-05-25T13:42:53Z dg43tfdfdgfd