২ হাজার টাকার নোট প্রত্যাহার করল RBI। শুক্রবার সন্ধ্যায় আচমকাই রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। দেশজুড়ে ফের একবার নোটবন্দির আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম নোটবন্দির মাত্র ছয় বছরের মধ্যে মোদী সরকারের এ হেন সিদ্ধান্ত নিয়ে ফুঁসে উঠলেন বিরোধীরা। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, একযোগে আক্রমণ শানাল কেন্দ্রের বিরুদ্ধে।
মোদীকে 'বিশ্বগুরু' কটাক্ষমোদীকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। ২ হাজার টাকার নোট প্রত্যাহার প্রসঙ্গে কংগ্রেসের কটাক্ষ, "সেই টিপিকাল বিশ্বগুরুর স্টাইল। উনি সর্বদাই প্রথমে কাজ করেন, তারপর ভাবেন।"
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের কথায়, "ধ্বংসাত্মক! দ্বিতীয়বারের জন্য নোটবন্দির খেলা শুরু হল দেশে। ২০১৬ সালের ৮ নভেম্বরের সেই বিভীষিকাময় দিনগুলো আবার ফেরত আসতে চলেছে দেশে? তুঘলকি সিদ্ধান্তের মাধ্যমে রাতারাতি সে সময় মোদী সরকার ৫০০ এবং ১ হাজার টাকার নোট নিষিদ্ধ ঘোষণা করেছিল।"
অপর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর বলেন, "দ্বিতীয় ডিমোনিটাইজেশন ডিজাস্টার শুরু হচ্ছে। এম ফর ম্যাডনেস।"
'মোদীনোমিক মাস্টারস্ট্রোক!'মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। এদিন সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে মমতার দল। লেখা হয়েছে, "২০১৬ সালে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিল মোদী সরকারের ৫০০ এবং ১ হাজার টাকার নোটবন্দির ঘোষণা। কালো টাকা দেশ থেকে দূর হবে এই প্রতিশ্রুতি দিয়ে ২ হাজার টাকার নোট চালু করা হয়েছিল। সাত বছর পর এবার ২ হাজারের নোটও তুলে নেওয়ার সিদ্ধান্ত। আবার একটি মোদীনমিক মাস্ট্রারস্ট্রোক।"
২০০০ টাকার নোট প্রত্যাহার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশ অনুযায়ী এই ২০০০ টাকার নোটের সার্কুলেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২০০০ টাকার চালু নোটকে কোনও ভাবেই বাতিল করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের ঘাবড়ানোর কোনও কারণ নেই বলেই স্পষ্ট করেছে RBI। ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে ফেলা যাবে।
কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের? টুইটে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, "তার মানে এটা ২০০০ টাকার ধামাকা ছিল না। এটা ছিল বিলিয়ন ডলারের ঢোকা, যা দেশের কোটি কোটি মানুষের সঙ্গে হয়েছে। তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। আমার প্রিয় ভাই বোনেদের বলছি, তোমরা ওঠো, জাগো। নোটবন্দির জন্য আমরা যা ভুগেছি, তা ভোলার নয়। যারা এর জন্য দায়ী, তাদের ছেড়ে কথা বলা হবে না।"
2023-05-19T16:28:04Z dg43tfdfdgfd