SATYENDAR JAIN NEWS : স্বস্তি অসুস্থ আপ নেতার, সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের

বেআইনি আর্থিক লেনদেন মামলায় বড়সড় স্বস্তি পেলেন বন্দি আপ নেতা সত্যেন্দ্র জৈন। শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা চিন্তা করেই এই জামিন বলে জানা গেছে। সত্যেন্দ্রের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হলেও, বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত।

শর্ত হিসেবে আগাম অনুমতি ব্যতীত দিল্লি ছাড়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সংবাদমাধ্যমকে দিতে পারবেন না কোনও প্রতিক্রিয়া। সেই সঙ্গে জামিনে থাকার সময় কোনও রাজনৈতিক সভা বা সমাবেশে যোগ দিতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী। জেলে থাকাকালীন সত্যেন্দ্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আপ নেতার জামিনের আবেদন করা হয়।

জামিনের আবেদন নিয়ে শুক্রবার শুনানির শুরুতেই তাঁর মক্কেলের শারীরিক ওজন ৩৫ কিলোগ্রাম কমেছে বলে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। যদিও সত্যেন্দ্রের আইনজীবীর দাবি নস্যাৎ করে ইডির আইনজীবী। দুই পক্ষের সওয়াল জবাবের পর সত্যেন্দ্রর শারীরিক অবস্থা কথা চিন্তা করে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। ৬ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তীকালীন জামিন বলে জানা গেছে।

2023-05-26T07:00:45Z dg43tfdfdgfd