SC-DEMOLITIONS: বিজেপিকে ধাক্কা! বুলডোজার চালানোয় সুপ্রিম স্থগিতাদেশ

SC-Demolitions: SC-Demolitions: সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্দেশ দিয়েছে কোনও অভিযুক্তের বাসস্থান বা সম্পত্তিতে বুলডোজার চালানো যাবে না। আগামী ১৫ দিনের জন্য বুলডোজার চালানোয় স্থগিতাদেশও দিয়েছে শীর্ষ আদালত। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চালু হয়েছে বুলডোজার সংস্কৃতি। প্রথমে উত্তরপ্রদেশ। এখন দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্য সেটা কপি করেছে। ফলে, প্রায় আড়াই বছর ধরে এই সমস্যা সুপ্রিম কোর্টে ঘুরছে। সেই সময় কিন্তু, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই বুলডোজার চালানোয় স্থগিতাদেশ দেয়নি।

২০২২ সালের ২১ এপ্রিল, বিচারপতি নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারীকে বলেছিল, 'কিছু সময় আগে যা ঘটেছিল, তা আপনি আমাদের নজরে এনেছেন। আর, পরে যা ঘটবে, সেই আশঙ্কার কথাও শুনিয়েছেন। আমরা একটা ঘটনায় নির্দেশ দিয়েছি। আপনি আশঙ্কা করছেন, আরও ঘটবে।' এসব বললেও বেঞ্চ কিন্তু, সেই সময় জাহাঙ্গিরপুরিতে বুলডোজার চালানোর বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ জারি করেনি। শুধু স্থিতাবস্থার নির্দেশ দিয়েছিল।

সেই সময় বুলডোজার চালানোকে নিষিদ্ধ করেনি আদালত

প্রবীণ আইনজীবী কপিল সিবাল সেই সময়ই আদালতের কাছে বুলডোজারের মাধ্যমে ধ্বংসের ওপর স্থগিতাদেশ জারির আবেদন জানিয়েছিলেন। কিন্তু, আদালত বলেছিল যে জাহাঙ্গিরপুরিতে স্থিতাবস্থার নির্দেশ দেওয়া আছে। সেই জায়গাতেই শুধু স্থিতাবস্থা বজায় থাকবে। আদালতে বুলডোজার ব্যবহার করে বেআইনি ধ্বংসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল জমিয়ত উলামা-ই-হিন্দ। তারা একগুচ্ছ আবেদন জানিয়েছিল। সেসবই এখন শোনা হচ্ছে।

বিচারপতি নাগেশ্বর রাও ইতিমধ্যেই অবসর নিয়েছেন। বেঞ্চের অন্য বিচারপতি বিআর গাভাই এখন ওই বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার ৩১ অক্টোবর পর্যন্ত বুলডোজার দিয়ে ধ্বংসের অভিযান স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, 'পরবর্তী তারিখ পর্যন্ত, আদালতের অনুমতি ছাড়া ধ্বংসের ওপর স্থগিতাদেশ বহাল' থাকবে।

আরও পড়ুন- লেবাননে পেজার হামলার পিছনে কে? ফাঁস গোপন তথ্য

২০২২ সালের এপ্রিলের শুনানিতে, মামলার শুনানির সময় বেঞ্চ জিজ্ঞাসা করেছিল কেন এত আইনজীবী আদালতের কক্ষে উপস্থিত? জবাবে প্রবীণ আইনজীবী দুষ্যন্ত দাভে বলেছিলেন, 'নাগরিকরা ভীত।' সেই সময় বিচারপতি রাও বলেছিলেন যে আদালতের নোটিস পাঠানোর জন্য একটা আবেদনই যথেষ্ট। আদালত সেই সময় বুলডোজার চালানোর ঘটনায় কেন্দ্রীয় সরকার, মধ্যপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং গুজরাট সরকারকে নোটিস দিয়েছিল। ফের সেই সমস্যা আবার আদালতের দোড়গোড়ায়।

2024-09-18T18:08:32Z dg43tfdfdgfd