SHEIKH HASINA: হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ কাল শেষ, ভারত রাজনৈতিক আশ্রয় দেবে?

তীব্র গণ-আন্দোলনের জেরে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে 'আশ্রয়' নেন শেখ হাসিনা। নিয়ম অনুসারে, আগামী ২০ তারিখ পর্যন্ত 'বৈধভাবে' ভারতে থাকতে পারবেন তিনি। কিন্তু এরপরে কী করবেন হাসিনা? তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি ভারত। অন্যদিকে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়েছেন, এখন হাসিনা কোন 'ইমিগ্রেশন স্ট্যাটাসে' ভারতে আছেন সেটা ঢাকা জানে না। এ নিয়ে তাদের 'খোঁজখবর' নিতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে, সব কিছু আইন দিয়ে হয় না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হাসিনা। ২২ অগস্ট হাসিনা এবং তাঁর আমলের মন্ত্রী এবং সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

জানা গিয়েছে, যে কূটনৈতিক পাসপোর্টের দৌলতে হাসিনা ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে কাল, বৃহস্পতিবার। রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন।

ইতিমধ্যে, হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ১৮০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বিচার করাতে চাইছে মুহাম্মদ ইউনূসের সরকার। হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ।

তবে সূত্রের খবর, হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাঁকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কী ভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা? একাধিক মহলের যুক্তি, তিব্বতি ধর্মগুরু দলাই লামার মতই ‌‘সাময়িকভাবে’ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে সব কিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরেই।

এদিকে, আগেই মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছিলেন, হাসিনাকে ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেবে ঢাকা। এখন বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোন আইনে হাসিনা ভারতে রয়েছেন তা তাদের জানা নেই।

এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা মঙ্গলবার সাংবাদিকদের তৌহিদ হোসেন জানিয়েছেন ভারত হাসিনাকে 'আশ্রয়' দিয়েছে কি না সেটা তাঁদেরকে দিনক্ষণ না ধরে দেখতে হবে। তিনি বলেন, 'সবকিছু শুধু আইন দিয়ে হয় না।' অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অনেকদিন ধরে থাকছেন বলেও মন্তব্য করেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-09-18T12:21:49Z dg43tfdfdgfd