TRENDING NEWS : ছুটে চলেছে ট্রেন, নীচে ব্যাগ মাথায় শুয়ে স্কুল পড়ুয়া! তারপর...

সাঁই সাঁই করে ছুটে চলেছে ট্রেন। নীচের লাইনে চুপটি করে শুয়ে এক কিশোর। সামান্যতম নড়াচড়াও নেই। তবে কি অঘটন ঘটে গিয়েছে? ফেসবুকে ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় চলছে বাংলাদেশে। কপালজোরে অক্ষত ওই কিশোর। কিন্তু, কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে নানা জনের নানা দাবিতে ছয়লাপ সোশ্যাল মিডিয়া।

ঘটনাটি ঠিক কী?

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায়, দ্রুত গতির একটি মালগাড়ি ছুটে চলেছে। তার নীচে কার্যত নিথর হয়ে আছে নীল টি-শার্ট পরা এক যুবক। ভিডিয়োতে শোনা যাচ্ছে, ভিড়ের থেকে তার জন্য উড়ে আসছে একের পর এক পরামর্শ।

কেউ মাথা তুলতে মানা করছেন। কেউ বা আবার নড়াচড়া সম্পূর্ণ বন্ধ করতে অনুরোধ করছেন। আবার কেউ কেউ সাহস যোগাচ্ছেন কিশোরকে। মালগাড়ি চলে গেলে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক ট্রমা কাটার পর চোখে মুখে জল দিয়ে ঘটনাস্থল ছাড়ে ওই কিশোর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঢাকার তেজগাঁও স্টেশনের কাছে।

তবে ওই স্কুল পড়ুয়ার নাম ঠিকানা জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই দিন দুপুরে রেললাইন বরাবর হাঁটছিল সে। অসাবধানতাবশত লাইনের উপরই পড়ে যায়। এদিকে ওই লাইনেই তখন একটি মালগাড়ি এসে পড়ে।

উঠতে পারবে না বুঝে উপস্থিত বুদ্ধির সাহায্যে সেখানেই টানটান হয়ে শুয়ে পড়়ে ওই কিশোর। জীবন বাঁচাতে মাথা ঢেকে নেয় স্কুলব্যাগ দিয়ে। বরাতজোরে রক্ষা পায় সে।

স্বাভাবিক ভাবে এমন ঘটনার সময় তেজগাঁও স্টেশনের ওই অংশে ভিড় জমান স্থানীয় থেকে পথচলতিরা। মালগাড়িটি চলে যাওয়ার পর তাঁরাই ওই পড়ুয়াকে উদ্ধার করেন। এবিষয়ে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে বিষয়টি জানতে পারি। ঘটনাটি মঙ্গলবার দুপুরের। ওই কিশোরের পরিচয় এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে’।

2023-05-25T14:01:27Z dg43tfdfdgfd