আকাশ পথে ছিঁড়ে পড়ল হেলিকপ্টার, এয়ারলিফ্ট করার সময় দুর্ঘটনা, শুরু তদন্ত

কেদারনাথ: কেদারনাথের আকাশ পথে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার৷ জানা যায় শনিবার সকালে, কেদারনাথে অবতণের সময় একটি হেলিকপ্টার যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায়৷

সিদ্ধান্ত নেওয়া হয় এই হেলিকপ্টারটিকে এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনা হবে৷ সেই জন্যই কেদারনাথের উদ্দেশ্যে পারি দেয় এমআই-১৭ চপারটি৷

আরও পড়ুন: বাড়িতে পাউরুটি রাখলেই ফাঙ্গাস পড়ছে? এই কয়েকটা উপায় মানলেই টাটকা থাকবে আপনাদের পছন্দের খাবার

এরপরই দুর্ঘটনাটি ঘটে৷ হঠাৎই দুটো বিমানই পাহাড়ি পথে ভারসম্য হারিয়ে ফেলে৷ তারপরই বিকল হেলিকপ্টারটি দড়ি ছিঁড়ে পড়ে গেল৷ এই ঘটনায় আইএএফ তদন্ত শুরু করেছে৷

আরও পড়ুন: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কেদারনাথ ও ভীমবালির কাছে লিঞ্চোলিতে এই দুর্ঘটনা ঘটে৷ এমআই-১৭ চপারটি থেকে মন্দাকিনী নদীতে বিকল হেলিকপ্টারটি আছড়ে পড়ে৷ বড়-বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো-টুকরো হয়ে যায় হেলিকপ্টারটি৷

যদিও, জনবসতিহীন এলাকায় কপ্টারটি পড়ে৷ ফলে এখনও অবধি হতাহতের কোনও খবর নেই৷

2024-09-01T08:05:36Z dg43tfdfdgfd