চীনে স্কুলে ছুরিকাঘাতে ১০ বছরের ছাত্র নিহত

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে শিশুটির উপর আক্রমণ করা হয় বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ৷ ঘটনাস্থল থেকে ৪৪ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷

জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োকো কামিকাউয়া বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ছুরির আঘাতে আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মারা যায়৷ তিনি বলেন, ‘‘আমি এই ঘটনাটিকে খুবই গুরুত্বসহকারে নিচ্ছি৷ এমন ঘটনা কখনোই কোনো দেশে ঘটা উচিত নয়৷ বিশেষভাবে, আমি খুবই অবাক হচ্ছি যে, এমন একটি ঘৃণ্য ঘটনা ঘটেছে, যখন একটি শিশু স্কুলে যাচ্ছিল৷''

জাপান চীনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চাওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে৷

জাপান ও চীন এখনো নিহত শিশুটির পরিচয় প্রকাশ করেনি৷ শেনঝেন জাপানিজ স্কুলের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই স্কুলটিতে জাপানি নাগরিকদের ছেলে-মেয়েরা পড়াশোনা করে থাকে৷ জাপানের গণমাধ্যম নিহত শিশুটি ছেলে বলে জানিয়েছে৷

স্থানীয় জাপানিজ চেম্বার অফ কমার্স এক বিবৃতিতে তাদের সরকারের কাছে শহরটিতে বসবাসরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছে৷

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে৷ শিশুটিকে যে জায়গায় আক্রমণ করা হয়, ঠিক সেখানেই ১৯৩১ সালে এক ঘটনার পর চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়৷ চলতি বছর চীনে অবস্থিত জাপানের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে হামলার দ্বিতীয় ঘটনা এটি৷

জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়৷

জুন মাসে সুঝু শহরের একটি জাপানি স্কুলবাসে আক্রমণের সময় মা ও শিশুকে বাঁচাতে গিয়ে চীনের এক নাগরিক মারা যায়৷

বুধবার (১৮ সেপ্টেম্বর) চাইনিজ এয়ারক্রাফট ক্যারিয়ার প্রথমবারের মতো জাপানের জলসীমায় ঢুকে পড়ে৷ এ ঘটনায় টোকিও ও বেইজিংয়ের মধ্যকার সামরিক উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এসএইচ/এসিবি (রয়টার্স)

2024-09-19T14:42:34Z dg43tfdfdgfd